1. soccergames24@gmail.com : babul khan : babul khan
  2. 1234567889@gmail.com : Khaled Mahabub Khan Arafat : Khaled Mahabub Khan Arafat
  3. shebabslinfg@gmail.com : Babul Khan : Babul Khan
  4. mhkbkhan@gmail.com : Mahabub Hassan Khan : Mahabub Hassan Khan
সবদলের বিদেশি প্রভু আছে বিএনপির নেই বিএনপি বাংলাদেশপন্হী দল: সাবেক এমপি লুৎফর রহমান কাজল। - paharkantho
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৯:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
নাইক্ষ্যংছড়িতে সবজি ব্যাবসায়ীর লাশ মিললো খালে। নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার ঘুমধুমে যুব সমাজের উদ্যোগে রাস্তা মেরামত ঘুমধুম খাল থেকে অজ্ঞাত যুবকের পঁচনধরা মরদেহ উদ্ধার বান্দরবানের থানচি-রুমা পর্যটক ভ্রমনে নিষেধাজ্ঞা প্রত্যাহার রুমায় কৃষকের বসত বাড়িতে আগুন, সব পুড়ে ছাই বান্দরবানে পৃথক অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতা আটক দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্বেচ্ছাসেবকদল সদস্যসচিব আশরাফুল ফরহাদ-কে অব্যহতি সেনাবাহিনীর সহায়তায় ২ বছর পর ঘরে ফিরল বম পরিবার থানচিতে খেয়াং নারীর মৃত্যুকে নিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
বিজ্ঞপ্তি
paharkantho.com আপনাকে স্বাগতম 🤗...

সবদলের বিদেশি প্রভু আছে বিএনপির নেই বিএনপি বাংলাদেশপন্হী দল: সাবেক এমপি লুৎফর রহমান কাজল।

জাহাঙ্গীর আলম কাজল
  • প্রকাশিতঃ শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ৩৬৮৭ জন নিউজটি পড়েছেন

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধিঃ সবদলের প্রভু আছে কারো ভারত কারো পাকিস্তান কিন্তু বিএনপির কোন প্রভূ নেই বিএনপি বাংলাদেশ পন্থী দল

উল্লেখ করে বিএনপি কেন্দ্রীয় কমিটির

মৎস্যজীবি বিষয়ক সম্পাদক সাবেক এমপি লুৎফর রহমান কাজল বলেছেন,ফ্যাসিবাদ আওয়ামী লীগের দু:শাসনে বিএনপির নেতা-কর্মীরা মামলায় জর্জরিত। আওয়ামী লীগ দু:শাসনের আমলে শুধু বিএনপই আন্দোলন সংগ্রাম করেছিলেন। এ কারণে নেতা-কর্মীরা মামলা-হামলার শিকারে পড়েন। জেল-জুলুম ও প্রতিহিংসায় এলাকা ছাড়া ছিল। তখন মাঠে কাউকেই খুঁজে পাওয়া যায়নি। তবুও আজ বলব, ফ্যাসিবাদ বিরোধী সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে জাতির কল্যাণে।

শুক্রবার (৩ জানুয়ারী) বিকাল ৩ টায় গর্জনিয়া ফইজুল উলুম ফাজিল ডিগ্রি মাদরাসার মাঠে বিশাল জনসভায় রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়ন  বিএনপির সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন,আওয়ামী শাসন ছিল লুটপাটের-দুর্নীতির। এভাবে এক সময়  জনশূণ্য হয়ে যাওযার কারণে তারা রাতে ভোট চুরি করে ক্ষান্ত হননি। পরাজিত হওয়ার ভয়ে আবার  দিনেও ভোট ডাকাতি করে বিশ্ব দরবারে নব্য স্বৈরাচার নাম খ্যাতি পেয়েছিল। তাই তারা আজ দেশছাড়া। তা থেকে সবাইকে শিক্ষা নিতে হবে।

সাবেক এমপি কাজল আরো বলেন,কচ্ছপিয়া-গর্জনিয়ার মানুষ ও মাটি বিএনপির ঘাঁটি। বর্তমানে এ এলাকায়  মারামারি-হানাহানি যা হচ্ছে, তা বন্ধ করুন। এলাকার মুরব্বিরা বসুন,সমাধান করুন। এইসবে কারো লাভ হবে না। এলাকা শান্ত রাখুন। সংশ্লিষ্টদের এ বিষয়ে ভূমিকা রাখতে হবে।

বৈষম্যবিরোধী আন্দোলন নিয়ে তিনি বলেন,ফ্যাসিষ্টদের দমনে বিএনপির পাঁচশত নেতা-কর্মি শহীদ হয়েছিল। এছাড়া আরো যারা শহীদ হয়েছে- আহত হয়েছে আজ তাদের কথা স্বরণ করছি। ছাত্ররা আমাদের প্রাণের ধন। ছাত্ররাই বিশ্ব জয় করবে একদিন। এ ছাত্র-ছাত্রী আপনার আমার সন্তান।

ধানের শীষ পাগল বিশাল জনতার উদ্দেশ্যে লুৎফর রহমান কাজল বলেন,শহীদ জিয়া এদেশের মানুষের শান্তি প্রতিষ্ঠায় শহীদ হয়েছিলেন। বেগম জিয়া এ দেশের মানুষকে ভালবেসে জেলখানায় দুর্বিসহ জীবনে নিজের সবশেষ করে দিয়েছেন। আর আমাদের তারুণ্যের প্রতীক  তারেক রহমান আওয়ামী লীগের অমানবিক অত্যচারে গুরুতর অসুস্থ হয়ে যাওয়ার পর দেশের বাইরে থেকেও দেশের মানুষের জন্যে সবকিছু করেছেন- এখনও করে যাচ্ছেন। সুতারাং  বিএনপি যেহেতু দেশপ্রেমিক দল,সেহেতু সবাইকে তা বুঝতে হবে,দেশকে ভালবাসতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে সবাইকে। দলের সবাইকে এলাকার মানুষের জন্যে কাজ করতে হবে। অন্যায় থেকে দুরে থাকলে দেশের-দশের কল্যাণ হবে।

প্রধান অতিথির বক্তব্যের আগে সম্মেলন ও কাউন্সিলের শুভ উদ্ভোধন করেন  রামু উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার আহমদ ও প্রধান বক্তা  ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আবুল বশর বাবু।

কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি  ছৈয়দ আলমের  সভাপতিত্বে সাধারন সম্পাদক মাইমুনুল হক ও কলিমুল্লাহ সভার সঞ্চালনা করেন।এতে অন্যাদের মধ্যে বক্তব্যে রাখেন রামু উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম,সাবেক সাধারন সম্পাদক মেহরাজ আহমদ মাহিন চৌধুরী, ফোরকান আহমদ, ফয়সাল কাদের,ব্যারিস্টার শামসুল ইসলাম,জেলা যুবদলের সহসভাপতি জাবেদ ইকবাল,জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মির্জা নুরুল আবছার

বিএনপি নেতা আলহাজ্ব ফরিদুল আলম,কাজী এম, আবদুল্লাহ আল মামুন,রেজাউল করিম টিপু,নজির হোসেন মেম্বার,শফিকুল আকবর হেলাল,আবদুল করিম কোং,আজিজুল হক,বিএনপি নেতা নজরুল ইসলাম,দিদারুল আলম,আবদুল আলিম, দিদারুল আলম,রাশেদ সিকদার,কামাল উদ্দিন চেয়ারম্যান,রামু উপজেলা ছাত্র দলের সাবেক আহবায়ক শাহনুর উদ্দিন বাবু,মন্জুর আলম,বি,এন,পি নেতা আবদুর রহিম,জয়নাল আবেদীন বাবু, রামু উপজেলা যুবদলের আহবায়ক জহির আলম সদস্য সচিব তৌহিদুল ইসলাম,উপজেলা কৃষকদলের সদস্য সচিব আনোয়ারুল হক সিকদার,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আনছারুল হক,কচ্ছপিয়া বিএনপির সহ-সভাপতি নুরুল আবছার, আব্দুল্লাহ,জয়নাল আবেদীন টুক্কু, উপজেলা  ছাত্রদলের আহবায়ক ছানা উল্লাহ সেলিম,যুগ্ন আহবায়ক নুরুল আমিন,শাহাজান লুতু, এরশাদ উল্লাহ প্রমুখ।

আরো পড়ুন>>>নাইক্ষ্যংছড়িতে জামায়াতের দিন ব্যাপী দায়িত্বশীল শিক্ষা শিবির সমাবেশ অনুষ্ঠিত

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD
jp-354c8c03daee477a362a