Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

বান্দরবানে রিসোর্ট মালিক ও ম্যানেজার অপহরণ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : December 9, 2025
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবান শহরের নীলাচল পর্যটন কেন্দ্র এলাকার একটি রিসোর্টের মালিক ও ম্যানেজারকে অপহরণ করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

সোমবার (৮ ডিসেম্বর) রাতে ১০-১২ জনের একটি সন্ত্রাসী দল নীলাচল এলাকায় মেঘদুয়ারি রিসোর্টের মালিক বাবু কর্মকার ও ম্যানেজার মোহাম্মদ অভিকে অপহরণ করে নিয়ে যায়।

ঘটনার পর সকালে ঘটনা তদন্তে সেখানে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা গিয়ে অপহৃতদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানাযায়। কে বা কারা এ ঘটনা ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায় নি।

পুলিশ ও অপহৃত রিসোর্টের মালিক বাবু কর্মকারের ভাই রাজু কর্মকার জানিয়েছেন, রাতে মালিক ও ম্যানেজার মোটরসাইকেল যোগে বান্দরবান শহরে রওনা দেওয়ার সময় তাদের সেখান থেকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। তাদের মোটরসাইকেলটি সড়কের পাশে জঙ্গলে পড়ে রয়েছে। অপহরণকারীরা এখনো কোন মুক্তিপণ দাবি করেনি পরিবারের কাছে।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, বেশ কিছুদিন থেকে রিসোর্টের মালিকের কাছে চাঁদা দাবি করে আসছিল একটি গ্রুপ।

বান্দরবানের পুলিশ সুপার মো. আবদুর রহমান বলেন, ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ এবং অপহৃতদের উদ্ধারে কার্যক্রম শুরু হয়েছে।

আরো পড়ুন→প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে বান্দরবানে বিএনকেএসের কর্মশালা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।