Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

বান্দরবান ৩০০ আসনে এনসিপির প্রার্থী মংসা প্রু (চৌধুরী)

মোঃ আব্দুল্লাহ
আপডেট : December 10, 2025
Link Copied!

বান্দরবান প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১২৫টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে।

আজ বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব নাম ঘোষণা করেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। প্রার্থী ঘোষণার পর বান্দরবান এনসিপির পক্ষ থেকে জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বান্দরবান জেলা এনসিপির আহ্বায়ক মংসা প্রু (চৌধুরী)।

ঘোষিত তালিকায় বান্দরবান ৩০০ আসনে মনোনয়ন পেয়েছেন মংসা প্রু (চৌধুরী)। মনোনয়ন পাওয়ার পর তিনি মোটরবাইকে শোভাযাত্রা নিয়ে শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ান। পথে পথে ফুল দিয়ে তাকে বরণ করে নেন বান্দরবানবাসী।

নিজের অনুভূতি জানাতে গিয়ে মংসা প্রু (চৌধুরী) বলেন,বান্দরবানের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ও উন্নয়নবঞ্চনার কথা মাথায় রেখে আমি নির্বাচনে অংশ নিতে চাই। জনগণের আস্থা ও সমর্থন নিয়ে এলাকায় টেকসই উন্নয়ন নিশ্চিত করা আমার লক্ষ্য। দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা সম্মান ও নিষ্ঠার সঙ্গে পালন করব।

তিনি আরও বলেন,এনসিপি জনগণের অধিকার ও নাগরিকস্বার্থের রাজনীতি করে। বান্দরবানের প্রতিটি উপজেলায় সমন্বিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে আমি কাজ করব।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়িতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত