Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

চকরিয়া লক্ষ্যারচর ইউপি আঃ লীগ সম্পাদক প্রার্থী-সৌরভ

Mahabub Hassan Khan
আপডেট : November 9, 2019
Link Copied!

চকরিয়া উপজেলার,লক্ষ্যারচর ইউনিয়নের তারুণ্যের প্রতীক,সামিউল হাসান সৌরভ, সাবেক এই ছাত্রলীগের নেতা লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগের আগামী সম্মেলন এ সাধারণ সম্পাদক প্রার্থী।

মুজিব আদর্শের এই ছাত্রনেতার জন্ম আওয়ামী লীগ পরিবারে। পিতা মরহুম আজিজুল হক বাদশা,চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি এবং বৃহত্তর কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি ছিলেন। মাতা-নীলিমা আক্তার রিনা,চকরিয়া উপজেলা আওয়ামী লীগের রাজনীতি সক্রিয় আছেন। সৌরভ ছেলেবেলা থেকে,ছাত্রলীগের রাজনীতিে সক্রিয় হয়ে, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সহ- সভাপতির দায়িত্বে ছিলেন। সাবেক এই ছাত্রনেতা, লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগের আগামী সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী হওয়ার ইচ্ছে প্রকাশ করে,সমর্থন ও সহযোগিতা আশায় ছুটে যাচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীদের কাছে।

ইতিমধ্যে তরুন এই ছাত্রনেতা মন জয় করে নিয়েছেন,লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীদের।

এই নিয়ে বিষয়ে দৈনিক কালের ছবি কে বলেন, আমি দীর্ঘদিন চকরিয়া উপজেলা ছাত্রলীগের দায়িত্বে ছিলাম। আমাদের পরিবার আওয়ামী লীগ রাজনীতি সক্রিয়। লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনে আমি সাধারণ সম্পাদক পদে নির্বাচন করতে যাচ্ছি। এতে সকলের আন্তরিক দোয়া,সমর্থন ও সহযোগিতা কামনা করছি।