1. soccergames24@gmail.com : babul khan : babul khan
  2. paharkantho2024@gmail.com : Sm Nasim : Sm Nasim
  3. 1234567889@gmail.com : Khaled Mahabub Khan Arafat : Khaled Mahabub Khan Arafat
  4. shebabslinfg@gmail.com : Babul Khan : Babul Khan
  5. mhkbkhan@gmail.com : Mahabub Hassan Khan : Mahabub Hassan Khan
লামায় গলায় ফাঁস দিয়ে রহস্য জনক আত্মহত্যা কিশোরীর - paharkantho
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৭:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিজ্ঞপ্তি
paharkantho.com আপনাকে স্বাগতম 🤗...

লামায় গলায় ফাঁস দিয়ে রহস্য জনক আত্মহত্যা কিশোরীর

ইসমাইলু করিম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১

নিজস্ব প্রতিবেদন : বান্দরবানের লামা উপজেলা ফাইতং ইউনিয়ন ৪নং ওয়ার্ড গাজি দোকান পাশে খেদারবান পাড়া নিজ বাড়িতে আলিফা বেগম (২৮) নামে গলায় ফাঁস দিয়ে বাড়ি ভিতরে আত্নহত্যা করেছে।

মঙ্গলবার (২০ এপ্রিল ) সকাল সাড়ে ৯টায় তার লাশ ফাঁস থেকে নামায় বাড়ি পাশে এক মহিলা এবং নিহতে স্বামী।

পরে এলাকায় মানুষ পুলিশকে খবর দিলে লামায় ফাইতং পুলিশ ফাঁড়ি ইনচার্জ কানন চৌধুরী ফাঁড়ি সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত বাড়িতে এসে তার লাশ উদ্ধার করে লাশের প্রাথমিক সুরতহাল শেষ করেন। পরে লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হবে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।

আলিফা বেগম(২৮) সে বান্দরবান লামা উপজেলার ফাইতং খেদারবান পাড়া এলাকার পিতা- মো. মোশারফ হোসেন (৫৫) মেয়ে এবং ৪/৫/৬ নং ওয়ার্ডে মহিলা মেম্বার শাহেদা নন্নে মেয়ে ।

নিহতে স্বামী মো. ফারুক বলেন,আমি কাজে গেছিলাম ওখান থেকে গতরাত ৩টায় বাড়িতে এসে আলাদা রুমে ঘুমায় পড়ি সকালে আমার নানি শাশুড়ী কান্নাকাটি করে আমি ঘুম থেকে উঠে দেখি আমার স্ত্রী গলায় রশিতে ঝোলানো পরে আমি সহ পাশে এক মহিলা রশি কেটে নামায়,তিনি আরো জানান আমার সাথে কোনো রকম ঝগড়া ঝাড়ি হয় না, এই গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা কোনো কারণ বুঝতেছি না।

নিহতের মা ফিরোজা পারভিন (৫০) বলেন, আমি সকালে চকরিয়া উপজেলা হারবাংয়ে জন্ডিস ওষুধ দেওয়া জন্য যায়, আমাকে সাড়ে ১০টায় বাড়ি পার্শ্ববর্তী একজন কল করে মেয়ে আত্নহত্যা করেছে বলে জানালে আমি বাড়িতে এসে আমার মেয়ে লাশ দেখি। সংবাদকর্মী জানতে চাইলে মেয়ে গলায় ফাঁস দিয়ে রহস্য জনক আত্নহত্যা কারন কি লাশের মা কোনো রকম রহস্য বলে না এমনে এমনে আত্মহত্যা করছে বলে জানান ।

ফাইতং ইউনিয়ন আওয়ামিলীগ সাংগঠনিক সম্পাদক শেখ এইচ এম আহসান উল্লাহ ইউপি মহিলা সদস্য শাহেদা ইয়াসমিন শাহেদা ইউনিয়ন শ্রমিক আহ্বায়ক মো. শাহেদ বলেন, খবর পেয়ে আমরা মহিলা মেম্বার কে নিয়ে সকলে এসে বেঁচে আছে কিনা তা দেখার জন্য চায় লাশ রশি কেটে বিছানায় দেখতে পায়।

এলাকায় মহিলা জানান, গলায় ফাঁস দিয়ে রহস্য জনক আত্নহত্যা কেউ বলতেছে লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে নিয়ে গেছে আসল ঘটনা ময়নাতদন্তের পর বেরিয়ে আসবে ।

গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার বিষয়টি ফাঁড়ি পুলিশ দের মাধ্যমে নিশ্চিত করে লামা থানায় ইনচার্জ মো. মিজানুর রহমান (মিজান) বলেন, লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে।

বান্দরবান পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্ববায়ক জনাব আশরাফুর রহমান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পাহাড় কণ্ঠের পাঠকদের বিপ্লবী শুভেচ্ছা জানিয়েছেন

call now: 01872-699800

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD
jp-354c8c03daee477a362a