নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়ন পরিষদ হল রুমে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির বাৎসরিক ইউনিয়ন এমএসপি গঠন ও পরিকল্পনা ২০২০- ২০২১ প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ উদ্যোগে এবং লিডারশীপ টু এনসিউর এড্ইকুয়েট নিউট্রিশন (লীন) প্রকল্পের সহায়তায় কর্মশালার আয়োজন করেন উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি।
রবিবার(১০-জানুয়ারি)সকাল সাড়ে ১০টায় উপজেলা সমন্বয়কারি কারিতাস লিন প্রকল্প কর্মকর্তা লাপ্রাড ত্রিপুরা এর সঞ্চালনায় কমশালায় নাইক্ষ্যংছড়ি ২৭০ নং মৌজার হেডম্যন বাচাছিং চাক সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল অাবছার ইমন। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা ফ্যামিলি টেটর নিউট্রিশন এন্ড ওয়্শ বোচাই মংচাক,উপজেলা প্রাণী সম্পদ সহকারি কর্মকর্তা মো: ছৈয়দ নুর, উপজেলা উপসহকারি কর্মকর্তা মুহিবুল ইসলাম, নাইক্ষ্যংছড়ি ২৭০ মৌজার হেডম্যন বাচাছিং চাক,নাইক্ষ্যংছড়ি সদরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ফাতেমা বেগম,উপজেলা সিএইচ.সি.পি.(কমিউনিটি)তাতু বড়ুয়া,ইউপি সদস্য ছৈয়দ আলম, আরিফ উল্লাহ চুট্রু,শমশুল আলম,ফয়েজ আহমদ,ছালাথোয়াই চাক মহিলা ইউপি সদস্য রাশেদা বেগম,রহিমা বেগম,লায়লা বেগম, সাবেক ইউপি সদস্য মির আহমদ প্রমূখ।এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিক, জনপ্রতিনিধিসহ এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
প্রকল্প নীতিমালা মোতাবেক কর্মশালায় উপজেলা সরকারি দপ্তরের কর্মকর্তাগণসহ উপজেলার বিভিন্ন জনপ্রতিনিধিদের নিয়ে এবং সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যন কে সভাপতিত্ব করে ২৯ জন সদস্যবিশিষ্ট একটি উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি গঠন ও কমিটির বাৎসরিক কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।