Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

নাইক্ষ্যংছড়ি পাঁচ ইউনিয়নে মহিলা আওয়ামীলীগ সম্মেলন সম্পন্ন

babul khan
আপডেট : November 16, 2020
Link Copied!

জাহাঙ্গীর আলম কাজল:করোনা পরিস্থিতির কারনে দীর্ঘদিন যাবত ঝিমিয়ে পড়া মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষে,নাইক্ষ্যংছড়ি উপজেলার ৫ ইউনিয়ন পর্যায়ে উৎসব মুখর পরিবেশ এবং স্বাস্থ্যবিধি মেনে সম্মেলন সম্পন্ন হয়েছে ।

রবিবার (১৫ নভেম্বার)বিকেল সাড়ে ৩টায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদ কার্যালয় হল রুমে আয়োজিত সম্মেলনে ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি মিসেস নুরজাহান বেগমের সভাপতিত্বে ইউনিয়ন সাধারণ সম্পাদক উমিয়ানু মার্মা,র পরিচালনায় প্রধান অতিথি বক্তব্য রাখছেন জেলা মহিলা আওয়ামীলীগ সভানেত্রী মিসেস জোহরা চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সহ-সভানেত্রী উ‌মেনু মার্মা,সাধারণ সম্পাদক ও বান্দরবান জেলা পরিষদ সদস্যা তিং‌তিংম‌্যা, উপজেলা আওয়ামীলীগ প্রচার সম্পাদক ও জেলা পরিষদ সদস্য ক্যনু ওয়ান চাক্,জেলা মহিলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক খিংসাইনু নিপু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যন মংলা ওয়ে মার্মা, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও বাইশারী ইউপি সদস্য মো, আলম কোম্পানী, ইউনিয়ন আওয়ামীলী সভাপতি মো,জাহাঙ্গীর আলম বাহাদুর, উপজেলা মহিলা আওয়ামীলীগ সভানেত্রী জুহুরা বেগম,সাধারণ সম্পাদক ওজিফা খাতুন রুবী প্রমূখ ।

উল্লেখ্য,গত ১৩ নভেম্বার উপজেলার ঘুমধুম ও সোনাইছড়ি ১৪ নভেম্বার দৌছড়ি ও সদর এবং ১৫ নভেম্বার বাইশারী ইউনিয়নের তৃণমূল নেতাকর্মীদের সমর্থনে ৫ ইউনিয়নের মেয়াদ উর্ত্তীণ কমিটি গুলো পূণ:বহাল রেখে অনুমোদন দেয়া হয়।