Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

নাইক্ষ্যংছড়িতে স্বরণকালের বড় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

babul khan
আপডেট : November 15, 2020
Link Copied!

জাহাঙ্গীর আলম কাজল: বান্দরবান পাহাড়ি জনপদ নাইক্ষংংছড়িতে স্বরনকালের বড় বিক্ষোভ মিছিল হয়েছে।
রোববার (১৬ নভেম্বর)বেলা ৩ টায় ফ্রান্সে রাষ্টীয় পৃষ্টপোষকতায় মহানবী সঃ এর প্রতি অবমাননার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করেছে নাইক্ষ্যংছড়ি উপজেলা সম্মিলিত উলামায়ে একরাম ও সবর্স্তরের তাওহীদি জনতার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শুভেচ্ছা বক্তব্য দেন মাওঃ আছেম সিরাজ খতিব,আদর্শগ্রাম জামে মসজিদ।প্রধান অতিথি ছিলেন হাফেজ মাওলানা জালাল উদ্দিন ফারুকী পরিচালক, রেস্টহাউজ সংলগ্ন আল্ মারকাজুল ইসলামী দারুচ্ছুন্নাহ বিশেষ অতিথি, মাওঃ আব্দুল্লাহ পরিচালক,সোলতানিয়া ইসলামিয়া গর্জনিয়া,মাওঃ ফরিদ আহমদ পরিচালক, আশরফমিয়া মাদ্রাসা চাকঢ়ালা, মাওঃ তকি, শিক্ষক, হামিউচ্ছুন্নাহ মাদ্রাসা চাকঢ়ালা,মাওঃ ফয়েজ উল্লাহ সহ নাইক্ষ্যংছড়ি ও আশেপাশের মসজিদের ইমাম ও মুসলিম তাওহীদি জনতা। সভাপতিত্বে করেনঃ মাওঃ ইয়াকুব। সমাবেশ পরিচালনা করেনঃ মাওঃ সালাহ উদ্দিন ফায়সাল। বিক্ষোপ মিছিল বের হয় দুপুর ৩ টায়। শেষ হয় বেলা সাড়ে ৪ টায়। উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভোত্তর সমাবেশ অনুষ্টিত হয় নাইক্ষ্যংছড়ি জেলা পরিষদ রেষ্টহাউজ চত্ত্বরে।