Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

বান্দরবান লামায় ইয়াবা সহ ৫ জন আটক

Link Copied!

বান্দরবান:লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের মোহাম্মদ পাড়া এলাকা হতে ৫০ পিস ইয়াবা সহ ৫ জনকে আটক করেছে গজালিয়া ফাঁড়ি পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত ১১টায় তাদের আটক করা হয়। আটকের পরে রাতেই তাদের লামা থানায় প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হল, মোঃ কাশেম (৩৮) পিতা: মৃত আবু বক্কর সিদ্দিক, সাং- মোহাম্মদ পাড়া, গজালিয়া ইউপি,মোঃ ওসমান (২৮) পিতাঃ মো. আনসার আলী সাং- মোহাম্মদ পাড়া, গজালিয়া ইউপি,মো.সুমন (২০) পিতাঃ মো.ইউনুস, সাং-নাপিতা ঝিরি, গজালিয়া ইউপি,মো. ফজর আলী (২৪) পিতাঃ বাবর আলী, সাং- মোহাম্মদ পাড়া, গজালিয়া ইউপি এবং মো. ইকবাল (৩০) পিতাঃ মহারাজ, সাং- মোহাম্মদ পাড়া, গজালিয়া ইউপি।

গজালিয়া পুলিশ ফাঁড়ির এএসআই রিন্টু  জানান, ৫০ পিস ইয়াবা সহ ৫ জনকে আটকের পরে রাতেই তাদের লামা থানায় হস্তান্তর করে। এই ব্যাপারে লামা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।