1. soccergames24@gmail.com : babul khan : babul khan
  2. paharkantho2024@gmail.com : Sm Nasim : Sm Nasim
  3. 1234567889@gmail.com : Khaled Mahabub Khan Arafat : Khaled Mahabub Khan Arafat
  4. shebabslinfg@gmail.com : Babul Khan : Babul Khan
  5. mhkbkhan@gmail.com : Mahabub Hassan Khan : Mahabub Hassan Khan
লামা'র করোনা সচেতনতায় তথ্য অফিসের উম্মুক্ত বৈঠক - paharkantho
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ০১:১৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
paharkantho.com আপনাকে স্বাগতম 🤗...

লামা’র করোনা সচেতনতায় তথ্য অফিসের উম্মুক্ত বৈঠক

ইসমাইলুল করিম লামা (বান্দরবান) প্রতিনিধি:
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০

লামা:সরকারের তথ্য মন্ত্রালয়ের নিদের্শনা মোতাবেক বান্দরবান জেলার লামা তথ্য অফিস এর তত্ত্বাবধানে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে করণীয় বিষয়ে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লামা উপজেলা ব্যাপী বিভিন্ন সচেতনতামূল বার্তা প্রচার প্রচারণা কার্যক্রম ও সাম্প্রতিক সময়ে উঠান বৈঠক অব্যাহত রেখেছে । উপজেলা তথ্য অফিসের প্রচার কর্মীরা লামা তথ্য অফিস কর্তৃক এপিএ খাতের অধীনে

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল-বিকালে পৃথক দুইটি স্থানে সঃ দরদরী প্রাথমিক বিদ্যালয় ও পৌরসভার নারকাটাঝিরি একটি স্কুলের হলরুমে (৪ নং ওয়ার্ড) উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

এ সময় বৈঠক অনুষ্ঠানে বক্তব্য রাখেন লামার তথ্য অফিসার মো. রুহুল আমিন চৌধুরী, ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর ও লামা পৌর আ,লীগের সভাপতি মো. রফিক,সহকারি শিক্ষক মো. তানজিদুল ইসলামসহ গণ্যমান্য ও সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।

উল্লেখ্য,বর্ণিত অনুষ্ঠানে ভিডিও কলে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তর, ঢাকার সহকারী পরিচালক (প্রচার) সুকলা বণিক মহোদয়।

পাশাপাশি এলাকাসহ তিন উপজেলার সকল ইউনিয়নের প্রায় সকল গ্রামগঞ্জে ও হাট-বাজারে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় করণীয় বিষয়ে মাইকিং এর মাধ্যমে জনগণকে সচেতন করার জন্য সচেতনতামূলক বার্তা প্রচার করছে ।

এক্ষেত্রে প্রত্যন্ত গ্রামেগঞ্জে ও হাট-বাজারে নিয়মিতভাবে মানুষের মাঝে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলা, সেক্ষেত্রে সাবান দিয়ে ঘন ঘন হাত ধৌয়া, হাত না ধুয়ে চোখ,মুখ ও নাক স্পর্শ না করা, হাঁসি, কাঁশি দেওয়ার সময় মুখ ঢেকে রাখা,মুখে ও নাকে মাস্ক ব্যবহার করা, সামাজিক দূরত্ব বজায় রাখা,বাড়িতে অবস্থান করা, স্বাস্থ্যবিধি মেনে অফিস করা,গণজমায়েত না হওয়া, হোম কোয়ারান্টাইন এবং জেলা ও উপজেলা প্রশাসন কর্তৃক জারীকৃত গণবিজ্ঞাপ্তিসমূহ মাইকিং এর মাধ্যমে প্রচার করা। এর ফলে জেলার মানুষের মাঝে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে করণীয় বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি পাচ্ছে।

লামার উপজেলা তথ্য অফিসার মো. রুহুল আমিন চৌধুরী জানান, বৈশ্বিক মহামারি (কোভিড-১৯) প্রতিরোধ কল্পে আমরা শুরু থেকে তিন উপজেলায় (লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি) প্রত্যন্ত গ্রামেগঞ্জে ও হাট-বাজারে নিয়মিতভাবে তথ্য অফিসের সচেতনতামূলক বার্তা প্রচার কার্যক্রম অব্যাহত রেখেছি। সেক্ষেত্রে করোনায় আক্রান্ত ব্যক্তিরা কোন পাপ বা অভিশাপযুক্ত নয়,এটি বৈশ্বিক মহামারি সবার মানবিকভাবে বেচেঁ থাকার অধিকার রয়েছে

বান্দরবান পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্ববায়ক জনাব আশরাফুর রহমান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পাহাড় কণ্ঠের পাঠকদের বিপ্লবী শুভেচ্ছা জানিয়েছেন

call now: 01872-699800

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD
jp-354c8c03daee477a362a