Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

বান্দরবান উদ্ধার হওয়া ৩১ টি মোবাইল ফোন ও বিকাশে টাকা হস্তান্তর করেছে এপিবিএন

Babul Khan
আপডেট : January 28, 2024
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃদেশের বিভিন্ন সময়ে জনসাধারণের হারিয়ে যাওয়া বিভিন্ন ব্র্যান্ডের ৩১ টি মোবাইল ফোন এবং বিকাশে ভুলক্রমে চলে যাওয়া ৭২ হাজার টাকা উদ্ধারের পর তা মূল মালিকের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়েছে পুলিশ ব্যাটালিয়ন (২ এপিবিএন)।

রোববার (২৮ জানুয়ারী) বিকেলে ২ এপিবিএন মেঘলা বান্দরবান কার্যালয়ে বিভিন্ন জেলার জনসাধারণের হারিয়ে যাওয়া টাকা উদ্ধার করে তা মূল মালিকের কাছে হস্তান্তর করেন। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান।

প্রেস সুত্রে জানানো হয়, ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান এর সার্বিক দিক নির্দেশনায় ইন্টেঃ উইং বান্দরবান শাখার ইনচার্জ এএসআই মোঃ রবিউল করিম সিকদারের তৎপরতায় বিভিন্ন সময়ে বিভিন্ন জেলা হতে হারিয়ে যাওয়া মোবাইলের জিডি মূলে তা উদ্ধার করে ২ এপিবিএন এর সাইবার টিম ও ইন্টেলিজেন্স বিভাগ।
এসময় আরো উপস্থিত ছিলেন, ২ এপিবিএন রিয়ার হেডকোয়ার্টার্স মেঘলা এর বান্দরবানের সহ-অধিনায়ক (পুলিশ সুপার) আমিনুল ইসলাম, সহকারি পুলিশ সুপার (অপস্ এ্যান্ড ইন্টেলিজেন্স) মোঃ আবদুল করিম, ক্যাম্প ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোঃ শওকত আলী, অপস্ শাখার ইনচার্জ এসআই (নিঃ) জামাল হোসেন, সাইবার ক্রাইম সেলের ইনচার্জ এএসআই (নিঃ) মোঃ আব্দুল গণি সহ ভুক্তভোগী মূল মালিকগণ।