Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

বান্দরবান করোনা সন্দেহ মৃত্যু  ব্যক্তির পাড়া লক ডাউন

Link Copied!

বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে প্রশাসনের পক্ষ থেকে পাড়া লক ডাউন।

শুক্রবার ( ১ মে) ওজি মুখ হেডম্যান পাড়া উচসিং মার্মা (২৬) এর মৃত্যুতে করোনা উপসর্গ  সন্দেহ পাড়াটি প্রশাসনের পক্ষ থেকে উপজেলা ভূমি কর্মকর্তা, শাহিনুর আক্তার  লক ডাইন  ঘোষণা করেন এসময় কুহালং ইউপি চেয়ারম্যান সানু প্রু উপস্থিত ছিলেন।

সরজমিনে পাড়ার বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, পাড়ার বাসিন্দা শৈচিং মং মার্মার ছেলে উচসিং মার্মা আগে থেকে শ্বাস কষ্ট রোগে ভুগছিলো। গত এক সপ্তাহ আগে সে কক্সবাজার থেকে  পাড়ায় আসেন। গতকাল ৩০ এপ্রিল সে মারা যায়,প্রশাসন কে জানালে আইনি সমস্যা হবে  মনে করে পাড়ার বাসিন্দাদের পরামর্শ ক্রমে মৃত্যু ব্যক্তিকে গোপনেে দাপন করে পাড়াবাসী।

এ বিষয়ে কুহালং ইউপি  চেয়ারম্যান,সানু প্রু মার্মা বলেন, বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাবিবুল হাসানকে জানালে তিনি মেডিকেল টিম  পাঠিয়ে মৃত্যু ব্যক্তির সংস্পর্শে আসা ১১ জনের নমুনা সংগ্রহ করেন এবং পাড়াটি লক ডাইন ঘোষণা করেন।

এব্যাপার  জানতে বান্দরবান সিভিল সার্জন ডা.অং সুই প্রু,কে মুটোফোনে কল দিলে তিনি ফোন রিসিভ করে কথা না বলে কেটে দেন।