1. soccergames24@gmail.com : babul khan : babul khan
  2. paharkantho2024@gmail.com : Sm Nasim : Sm Nasim
  3. 1234567889@gmail.com : Khaled Mahabub Khan Arafat : Khaled Mahabub Khan Arafat
  4. shebabslinfg@gmail.com : Babul Khan : Babul Khan
  5. mhkbkhan@gmail.com : Mahabub Hassan Khan : Mahabub Hassan Khan
করোনা সচেতনা নিয়ে ডিসির হস্তক্ষেপ চাওয়ায় সাংবাদিককে মোবাইলে হুমকি: থানায় জিডি - paharkantho
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বান্দরবানে সাংবাদিকদের সথে এনসিপির নবগঠিত কমিটির মতবিনিময় পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবিতে নাইক্ষ্যংছড়িতে র‌্যালি–সমাবেশ থানচিতে নতুন বাস টার্মিনাল চালু যাত্রীসেবার নতুন সম্ভাবনা বাস্তবায়নের দাবি নিয়ে বান্দরবানে পার্বত্য চুক্তির ২৮তম বর্ষপূর্তি পালন রুমায় সহকারী শিক্ষা অফিসারের দুই পদ শূন্য: তদারকি–শৃঙ্খলায় স্থবিরতা রুমায় দুলাচান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক অনুপস্থিত, পাঠদানে অনিয়মের অভিযোগ রেইচা আর্মি চেকপোস্টে সেনাবাহিনী কর্তৃক ৬ রোহিঙ্গা আটক থানচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপি’র র‍্যালি ও আলোচনা সভা বান্দরবানের থানচিতে জাতীয় সমবায় দিবস পালিত বান্দরবানে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন
বিজ্ঞপ্তি
paharkantho.com আপনাকে স্বাগতম 🤗...

করোনা সচেতনা নিয়ে ডিসির হস্তক্ষেপ চাওয়ায় সাংবাদিককে মোবাইলে হুমকি: থানায় জিডি

রিপোর্টারের নাম
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৬ জুন, ২০২০

সম্প্রতি কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নে করোনা সংক্রমণ বিস্তার রোধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনতামূলক প্রচারকে কেন্দ্র করে সাংবাদিকের পা কেটে নেওয়ার হুমকির অভিযোগ উঠেছে।

এই ঘটনায় হুমকির শিকার গর্জনিয়া ইউনিয়নের পোয়াংগেরখিল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও তরুণ সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী জীবনের নিরাপত্তা চেয়ে মঙ্গলবার (১৬জুন) রামু থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।

থানায় দায়ের করা জিডি সূত্রে জানা গেছে, রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বাসিন্দা এক নারী গত ৭ জুন করোনা আক্রান্ত হয়ে মারা যান।

এই মৃত্যু ঘটনার পরও ছেলে জাহেদ সিকদার (৪৪) সরকারী নির্দেশনার লকডাউন না মেনে এলাকার সর্বত্র বিচরণ করে আসছিলেন। যার কারনে এলাকার সাধারণ মানুষের মাঝে করোনা আতংক দেখা দেয়।

এদিকে এলাকার মানুষের ভীতি নিয়ে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষন করে গত ১৪ জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন পোয়াংগেরখিল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও তরুণ সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী।

এতে ক্ষিপ্ত হয়ে উঠেন জাহেদ সিকদার। তিনি গত ১৫জুন রাত ৮টার দিকে নিজ ব্যবহৃত মুঠোফোন থেকে সাংবাদিক হাফিজকে অকথ্য ভাষায় গালমন্দ শুরু করেন। এক পর্যায়ে পা কেটে নেওয়ার হুমকি দেন। এসময় সাংবাদিক হাফিজ দেশে আইন-কানুন আছে জানালে জাহেদ সিকদার আইনের মা ধরেও অকথ্য ভাষায় গালাগাল দেন।

এই বিষয়ে সাংবাদিক হাফিজ জানান- মতপ্রকাশের স্বাধীনতা প্রত্যেকের আছে। আর এলাকার মানুষকে নিরাপদ রাখা সচেতন নাগরিকদের দায়িত্ব।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার প্রচারে কারো মানহানি হলে আইনের আশ্রয় নিতে পারেন কিন্তু এভাবে অশ্লীল ভাষায় হুমকি-ধমকি খুবই দু:খজনক। এমন আচরণ কেবল সন্ত্রাসীরাই করতে পারেন। এই কারনে তিনি আইনের আশ্রয় নিয়েছেন বলে জানান।

অন্যদিকে সচেতনতামূলক প্রচারকে কেন্দ্র করে হুমকির ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকে এর নিন্দা জানিয়েছেন।

এলাকার একাধিক বাসিন্দা জানান- করোনা সংক্রমণ শুরু হওয়া থেকে সাংবাদিক হাফিজ সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানাভাবে এলাকার মানুষের মাঝে সচেতনা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে আসছেন যা প্রশাসনের জন্য সহায়ক।

এদিকে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের তরুন এ সংবাদ কর্মীকে হুমকির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা মাঈনুদিন খালেদ, সভাপতি শামিম ইকবাল চৌধুরী, সহ-সভাপতি আবদুল হামিদ,সাধারণ সম্পাদক (ভারপ্রপ্ত) জাহাঙ্গীর আলম কাজল,অর্থ সম্পাদক আমিল ইসলাম, সাবেক সভাপতি ইফসান খান ইমন, আবুল বশার নয়ন,প্রচার ও দপ্তর সম্পাদক মোঃ জয়নাল আবেদীন টুক্কু, ক্রীড়া সম্পাদক আবদুর রশিদ,সহ-ক্রীড়া সম্পাদক মোঃ শহিন, সদস্য মুফিজুর রহমান, মোঃ ইউনুছ, সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হক বাহাদুর তৈয়ব উল্লাহ,সানজিদা আক্তার রুনা,এম আবু শাহমা প্রমূখ। সাংবাদিক নেতৃবৃন্দরা হুমকিদাতাকে বিচারে আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

call now: 01872-699800

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD
jp-354c8c03daee477a362a