Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

থানচি জীবন নগর এলাকায় মালবাহী ট্রাক খাদে পড়ে নিহত১, আহত ৪

রেমবো ত্রিপুরা
আপডেট : June 21, 2024
Link Copied!

থানচি প্রতিনিধি: বান্দরবানের থানচি জীবন নগর এলাকায় মালবাহী ট্রাক খাদে পড়ে একজন নিহত ও চার জন আহতের ঘটনায় ঘটেছে।

শুক্রবার (২১ জুন) অনুমানিক রাত ৯টা সময় জীবন নগর এলাকায় মালবাহী ট্রাক খাদে পড়ে একজন নিহত ও চার জন আহতের খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা যায়, টাইলস ভর্তি একটি গাড়ি থানচিতে আসার পথে জীবন নগর নামক এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে অনুমানিক ৫শত ফুট নিচে খাদে পড়ে যায়। গাড়ীতে ড্রাইভারসহ মোট ৫ জন লোক ছিল বলে জানা গেছে। স্থানীয়দের সহায়তায় তাৎক্ষণিক ৪ জনকে আহত অবস্থায় ও ১ জনের মৃত দেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

এই প্রতিবেদন লেখার মূহুর্তে নিহতের ও আহতদের কোন নাম পরিচয় জানা যায়নি। পুলিশ ও ফায়ার সার্ভিসের খবর দেয়া

হয়েছে।