Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

বান্দরবান সন্ত্রাসীদের গুলিতে ইউপি সদস্য আহত

নিজস্ব প্রতিনিধি
আপডেট : June 16, 2020
Link Copied!

বান্দরবান সদর উপজেলায়  সন্ত্রাসীদের গুলিতে কুহালং ইউনিয়নের  সদস্য ও আওয়ামী লীগ নেতা গুরুতর আহত হয়েছে ইউনিয়নের বাকিছড়া এলাকার মাঝের পাড়ায় এ ঘটনা ঘটে।

আজ সোমবার (১৫ জুন) আনুমানিক রাত ৮ টার সম‌য় কুহালং ইউনিয়নে বাকীছড়া মধ্যমপাড়ায় তার নিজ বা‌ড়ি‌ থেকে বাকি ছড়া লামার পাড়ার বাসিন্দা মংউসে মারমা ডেকে নিয়ে যায়।পরে অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে গুলি করলে করলে ইউপি সদস্য চাইন ছাহ্লা মারমা (৩৬) গুরুতর আহত হয়।

প্রথমে থাকে বান্দরবান সদর হাসপাতাল নিয়ে যায়,পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। কারা এ ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি, ঘটনার পর ওই এলাকায় সেনাবাহিনী ও পুলিশে উপস্থিত হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে কুহালং ইউ‌নিয়‌ন চেয়ারম্যান সানুপ্রু মারমা জানি‌য়ে‌ছেন, ইউ‌নিয়‌নের ৫ নং ওয়া‌র্ডের মেম্বার চাই‌শৈহ্লা মারমা‌ সন্ত্রাসী‌দের গু‌লি‌তে আহত হ‌য়ে‌ছেন উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেওয়া হয়েছে।