Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

বান্দরবা‌ন রোয়াংছড়ি পরকীয়ার সন্দেহ গৃহবধূকে পিটিয়ে হত্যা: আটক ১

পাহাড় কন্ঠ ডেস্ক
আপডেট : February 20, 2020
Link Copied!

বান্দরবানের রোয়াংছড়িতে পরকীয়া জুড়িত সন্দেহে অংম্যা প্রু মার্মা(৩৪) না‌মে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার করা হয়েছে। নিহত গৃহবধূ রোয়াংছ‌ড়ি উপ‌জেলার খানসামা পাড়া এলাকার চসিং প্রু মার্মার স্ত্রী। এঘটনায় প্রুমাখয় মার্মা নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে, উপ‌জেলার তারাছা ইউ‌নিয়‌নের ১নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার মংচিংসা মারমার স্ত্রী প্রুমাখয় মার্মার সাঙ্গে অংম্যা প্রু মারমার স‌ঙ্গে বাকবিতণ্ডা হ‌লে এক পর্যা‌য়ে প্রুমাখয় মারমা ও তার স্বজন‌দের নি‌য়ে ধারালো অস্ত্র দিয়ে অংম্যা প্রু মারমার মাথায় আঘাত করে। প‌রে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথ‌মে বান্দরবান সদর হাসপাতাল প‌রে তা‌কে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রোয়াংছ‌ড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।