বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবান জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইকে অজ্ঞাত ব্যক্তি মুঠোফোনে চাঁদা দাবি করে,চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করে বান্দরবান সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি।
বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে বড়দিনের অনুষ্ঠান শেষে নিজ বাসায় অবস্থান করছিলেন তিনি তখনই একটি অজ্ঞাত ব্যক্তি মুঠোফোনে ফোন দিয়ে প্রাণনাশের হুমকি প্রদান করা হয়।
থানজামা লুসাইয়ের সহধর্মিনী লালসানি লুসাই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে, তারা তদন্ত করে আইনগত আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
ডায়রী সূত্রে জানা যায়, (২৫ ডিসেম্বর) বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে নিজেকে অটল বাবু নামে পরিচয় দিয়ে ০১৮৫৮০৩৯৬১৩ নম্বর থেকে অধ্যাপক থানজামা লুসাই থেকে চাঁদা দাবি করেন, পড়ে তিনি চাঁদা দিতে অস্বীকার করলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ সাংবাদিকদের ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, আমরা অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত বেবস্থা গ্রহণ করা হবে শীগ্রই।
আরো পড়ুন >>>বান্দরবানের লামায় ১৭ টি ঘর আগুনে পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা


