Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

বান্দরবানে আদিবাসী খাদ্য সার্বভৌমত্ব ও জনস্বাস্থ্য নিয়ে সংলাপ

প্রাইম তঞ্চঙ্গ্যা
আপডেট : December 17, 2025
Link Copied!

বান্দরবান প্রতিনিধিঃ‌ আজ (১৭ ডিসেম্বর) বুধবার সকাল ১০ ঘটিকায় বান্দরবান প্রেসক্লাব হলরুমে আমাদের খাদ্য,আমাদের ভবিষ্যৎ : আদিবাসী জনগোষ্ঠীর খাদ্য সার্বভৌমত্ব, ঐতিহ্যবাহী খাদ্যব্যবস্থা ও জনস্বাস্থ্যের ভবিষ্যৎ নিয়ে একটি গুরুত্বপূর্ণ সংলাপ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ROOTS এবং Green Milieu–এর যৌথ আয়োজনে “Our Food , Our Future: A Multi-Stakeholder Dialogue on Indigenous Food Sovereignty and Community Health.” শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা ( পরিবার পরিকল্পনা বিভাগ ) এর সাবেক উপ – পরিচালক ডা: অং চা লু মার্মা, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ( কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ) এর উপ-পরিচালক আবু নাঈম মোহাম্মদ সাইফুদ্দিন। তাছাড়া পাহাড়ি আদিবাসীদের বিভিন্ন সংগঠন প্রতিনিধি,গবেষক,উন্নয়নকর্মী,স্বাস্থ্য বিশেষজ্ঞ,বিভিন্ন প্রিন্ট ও লাইকেট্রিক মিডিয়ার গণমাধ্যমকর্মী ও সুশীল ছাত্র সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠিত এই সংলাপে আদিবাসী খাদ্য সার্বভৌমত্বের ও জনস্বাস্থ্য গুরুত্ব, স্থানীয় খাদ্য উৎপাদন ও সংরক্ষণ পদ্ধতি, পুষ্টি ও জনস্বাস্থ্য, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং টেকসই ভবিষ্যৎ গঠনে বিভিন্ন অংশীদ্বারের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন , ঐতিহ্যবাহী খাদ্যব্যবস্থা শুধু সাংস্কৃতিক পরিচয়ের অংশ নয় , বরং এটি স্বাস্থ্যসম্মত জীবনযাপন ও পরিবেশবান্ধব উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। এই সংলাপের মাধ্যমে আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব খাদ্য ব্যবস্থার সুরক্ষা ও জনস্বাস্থ্য মান উন্নয়নের আরও কার্যকর উদ্যোগ গ্রহণের পথ তৈরি হবে বলে আশা করা হচ্ছে বলে জানানো হয়।

আরো পড়ুন→মিয়ানমারের অভ্যন্তরে মর্টারশেল নিক্ষেপ, বাংলাদেশ সীমান্তজুড়ে আতঙ্ক