রবিবার, ১৯ মে ২০২৪, ১০:৩৬ পূর্বাহ্ন
প্রধান সংবাদ :
মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ধর্মঘটে ভোগান্তিতে যাত্রীরা -থানচি সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তার বাহিনীর সাথে গোলাগুলিতে কেএনএফ দুই সদস্য নিহত থানচিতে কেএনএফ সতর্কতায় বিজিবি’র গণসংযোগ বান্দরবান ব্যাংক ডাকাতির মামলায় কেএনএফের আরও ৫ জন রিমান্ডে নাজুক পরিস্থিতিতে ভুগছে থানচির পর্যটন কেন্দ্র গুলো বান্দরবান থানচি ব্যাংক ডাকাতির মামলায় কেএনএফ সদস্য ও সহযোগী রিমান্ডে  নাইক্ষ্যংছড়ি-মিয়ানমার সীমান্ত পরিদর্শনে বিজিবির মহাপরিচালক দুর্গম ধুপানিছড়া যৌথ বাহিনী অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ ৯জন আটক বান্দরবান কেএনএফের আরও ৪ সদস্য কারাগারে নাইক্ষ্যংছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ পালন

নাইক্ষ্যংছড়ি ১২টি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন করলেন পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর

জাহাঙ্গীর আলম কাজল
  • প্রকাশিতঃ শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৪১০ জন নিউজটি পড়েছেন

বান্দরবান: নাইক্ষ্যংছড়ি উপজেলায় ২১কোটি ২০ লাখ টাকা ব্যয়ে নব নির্মিত সোনাইছড়ি ইউপি ভবনসহ ১২টি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

শুক্রবার( ৪ সেপ্টেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী প্রকল্পগুলো হলো- সোনাইছড়িতে এলজিইডি এর তত্ত্বাবধানে নির্মিত ইউনিয়ন পরিষদ ভবন,নাইক্ষ্যংছড়ি থেকে তুমব্রু সড়কের ৪টি ব্রীজ, সরকারি প্রাথমিক বিদ্যালয়,পাকা রাস্তা নির্মাণ ও ভিত্তিপ্রস্তর স্থাপন।

এছাড়াও তিনি উদ্বোধন করেন পার্বত্য বিদ্যুৎ সম্প্রসারণ প্রকল্পের আওতায় বিদ্যুৎ সংযোগ লাইন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন,যাত্রী ছাউনি,বৌদ্ধ বিহার এবং বৌদ্ধ বিহারের মহিলা সাধনা ঘর, (জিএফএস) পানি লাইন এবং মন্ত্রী মহোদয়ের প্রতিশ্রুত বরইতলী উচ্চ বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করেন।

উদ্বোধনের সময় বান্দরবান অতিরিক্ত জেলাপ্রশাসক বদিউল আলম,অতিরিক্ত পুলিশ সুপার কুদ্দুস ফরাজি, সহকারি পুলিশ সুপার রেজাওয়ান ইসলাম, পার্বত্য চট্রগ্রম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাত, বান্দরবান নির্বাহী প্রকৌশলী এলজিইডি জিল্লুর রহমান, নির্বাহী প্রকৌশলী পার্বত্য জেলাপরিষ মাহাবুবুর রহমান, বান্দরবান সদর পৌরসভা মেয়র ইসলাম বেবী, জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাশ ও মোজাম্মেল হক বাহাদুর, আঞ্চলিক পরিষদ সদস্য কাজল কান্তি দাশ, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যন ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক মো: শফিউল্লাহ,উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া অাফরিন কচি,সহকারি কমিশানার ভুমি আশরাফুল হক,নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ অালমগীর হোসেন, ওসি (তদন্ত) কানান চৌধুরী, জেলাপরিষদের সদস্য ক্যনোওয়ান চাক,উপজলা ভাইস চেয়াম্যান মংহ্লাওয়ে মার্মা, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি আবু তাহের কোম্পানি, সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক মো: ইমরান,জেলা ছাত্রলীগের কাউছার সোহাগ,উপজেলা ছাত্রলীগের সভাপতি বদুরুল্লাহ বিন্দু,সাধারণ সম্পাদক রেজাউল করিম,সোনাইছড়ি ইউপি চেয়াম্যান এন্যনিং মার্মা সদর ইউপি চেয়ারম্যন নুরুল অাবছার ইমন, বাইশারী ইউপি চেয়ারম্যন মো: অালম,দোছড়ি ইউপি চেয়ারম্যন হাবীব উল্লাহ, ঘুমধুম ইউপি চেয়ারম্যন জাহাঈীর অাজিজ, বাইশারী ইউনিয়ন অাওয়ামী লীগ সভাপতি জাহাঈীর অালম বাহাদুর প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধন অনুষ্ঠানে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর বলেন, যোগাযোগ, স্বাস্থ্যসেবার উন্নয়নে আরো একধাপ এগিয়ে গেল নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন। আগামীতে ঘরে ঘরে বিদ্যুৎসহ নাইক্ষ্যংছড়ি উপজেলাবাসীর বিভিন্ন দাবী পূরণ করার প্রতিশ্রুতি দিয়ে বীর বাহাদুর আরো বলেন,
জননেত্রী শেখ হাসিনার সরকার উন্নয়ন বান্ধব সরকার। তাই দেশের আনাচে-কানাচে উন্নয়ন মুলক প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। বিশেষ করে সরকার শিক্ষাকে বেশী অগ্রাধিকার দিয়ে নানা ধরনের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। যাতে দেশের প্রতিটি শিশু সু-শিক্ষায় শিক্ষিত হতে পারে। একই সাথে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হচ্ছে।
বান্দরবানের সাথে প্রতিটি উপজেলার কানেকটিং সড়ক করা হয়েছে। যার সুফল এলাকার মানুষ ভোগ করছে। এ জেলার মানুষের ভাগ্য বদলে দিতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতার অভাব নাই। তাই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-নজর রয়েছে পার্বত্য এলাকায়। এই সু-নজরের কারণে পাহাড়ে উন্নয়নের যাত্রা অব্যাহত রয়েছে।

এদিকে বক্তব্যে শেষে পার্বত্য মন্ত্রী সদর ইউনিয়নের রেষ্ট হাউসে প্রশিক্ষিত মৎস্য চাষী ও প্রাতিষ্টানিক পুকুরে পোনা বিতরণ বিতরন করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৫ পূর্বাহ্ণ
  • ১১:৫৮ পূর্বাহ্ণ
  • ১৬:৩২ অপরাহ্ণ
  • ১৮:৩৭ অপরাহ্ণ
  • ২০:০০ অপরাহ্ণ
  • ৫:১৬ পূর্বাহ্ণ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২১
themesba-lates1749691102
error: Content is protected !!