বান্দরবান: থানচিতে বিজিবি অভিযান চালিয়ে ১০হাজার পিস ইয়াবাসহ অংথুইচিং মারমা নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
মঙ্গলবার (২৫ আগস্ট) কিছু মাদক ব্যবসায়ী ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে থানচি থেকে নৌকা যোগে তিন্দু এলাকায় যাচ্ছে বিজিবি’র নিজস্ব গোয়েন্দা (আরআইবি) তথ্যের ভিত্তিতে খবর পেয়ে।
গোপন সংবাদের ভিত্তিতে বলিপাড়া জোন অধিনায়ক এর নির্দ্দেশনায় তিন্দু ইউনিয়নের অধীনস্থ তিন্দু মুখ সিআইও ক্যাম্প হতে ১০জন বিজিবি সদস্যের একটি টহল দল তিন্দু এলাকায় সাঙ্গু নদীতে অভিযান চালায়। অভিযানের সময় থানচি হতে ছোটমদক গামী ইঞ্জিল চালিত নৌকায় তল্লাশী করে মাদক ব্যবসায়ী অংথুইচিং মারমা (৪৫), পিতা মৃত. মংশৈথোয়াই মারমা, প্রুসা অং পাড়া, থানচি, বান্দরবান-কে ১০হাজার পিস ইয়াবা ট্যাবলেট,১টি চাকু ও ১টি মোবাইল ফোনসহ আটক করে।আটককৃত ইয়াবার মূল্য প্রায় ত্রিশ লক্ষ টাকা টাকা বলে স্থানীয় বিজিবি সূত্রে জানায়। এই উপজেলায় অভিযানে এ যাবৎ কালের মাদকের সব চেয়ে বড় চালান আটক বলে বিজিবি’র দাবী।
মাদক চোরাচালান দমনে সীমান্ত এলাকায় বিজিবি’র গোয়েন্ডা তৎপরতা বৃদ্ধিসহ অপারেশনাল কার্যক্রম অব্যাহত থাকবে বলে বলিপাড়া জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ সানবীর হাসান মজুমদার ঘোষণা দেন। তিনি আরো বলেন, বলিপাড়া জোন এলাকায় মাদকের বুট হিসাবে ব্যবহার করতে দেওয়া হবে না। মাদক ব্যবসায়ী ও মাদক চোরাচালানের সাথে জড়িতদের খুঁজে বের করে নির্মূল করা হবে।
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহনের জন্য আজ বুধবার (২৬ আগস্ট) থানচি থানায় হস্থান্তর করা হয়েছে বলে তিনি জানান।