বান্দরবানঃ জেলায় কর্মরত ৩০জন সাংবাদিককে করোনাকালীন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা চেক বিতরণ করা হয়।এই অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে সাড়ে এগারোটায় হোটেল হিলটন মিলনায়তনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে ও প্রেস ইউনিটের সহযোগিতায় কর্মরত ৩০ জন সাংবাদিককে প্রধানমন্ত্রীর উপহারের দশ হাজার টাকার চেক বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মহসিন কাজী, অতিরিক্ত জেলা প্রশাসক মো.শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার রেজা সরোয়ার, বান্দরবান প্রেস ক্লাবের সাবেক সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,সেক্রেটারি মিনারুল হক, সিনিয়র সাংবাদিক মুক্তিযোদ্ধা এম এ হাকিম চৌধুরী,সহ বান্দরবান কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় সাংবাদিক’রা।