নিজস্ব প্রতিবেদকঃ জুম্মস্বার্থ পরিপন্থি ও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত করে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলন জোরদার কে দাবি রেখে বান্দরবানে ২৮ তম বর্ষপূর্তি উপলক্ষে এক বৃহৎ গণসমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) বান্দরবান জেলা কমিটি এবং স্থানীয় আয়োজকদের উদ্যোগে মঙ্গলবার সকাল ৯.৩০ টায় গণসংগীত ও ১০ টা থেকে বান্দরবান ঐতিহাসিক রাজার মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পার্বত্য চট্টগ্রাম জনসংহতি কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক : উ উইন মং জুলি মার্মা , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সভানেত্রী ও পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক পরিষদের সদস্য : উমেচিং মারমা , এবং আলোচনা সভায় সভাপতিত্ব করেন , পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বান্দরবান জেলা কমিটির সভাপতি : সুমন মারমা , আরো বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন আঞ্চলিক সংগঠন ও সমিতির নেতৃবৃন্দ রা সহ গণসমাবেশে অংশগ্রহণকারী শত শত ব্যাক্তি বর্গ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন ।

বক্তারা বলেন , পার্বত্য চট্টগ্রামের স্থায়ী শান্তি , অধিকার প্রতিষ্ঠা ও স্বায়ত্তশাসনের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন ও সংগ্রাম করে যেতে হচ্ছে। তারা অভিযোগ করেন যে , এখনো পাহাড়ি জনগোষ্ঠী বৈষম্য , ভূমি অধিকার সংকট ও নানা সামাজিক -রাজনৈতিক চাপে ভুগছে। বক্তারা আরও বলেন, শান্তিচুক্তির পূর্ণ বাস্তবায়নই পারে পাহাড়ে স্থায়ী উন্নয়ন , স্থিতিশীলতা ও সহাবস্থান নিশ্চিত করতে।
মঞ্চে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বর্তমান প্রেক্ষাপট,অধিকার আন্দোলন এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক স্থানীয় মানুষ অংশগ্রহণ করার মাধ্যম দিয়ে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়নের জোরদার জানানো হয় ।
আলোচনা শেষে পাহাড়ি সংস্কৃতি ও ঐতিহ্যের ওপর ভিত্তি করে র্যালির মধ্যে দিয়ে এই অনুষ্ঠান পরিসমাপ্তি ঘটে ।