বান্দরবান: থানচিতে স্বেচ্ছাসেবী সংগঠন কারিতাস বাংলাদেশ এর সম্মন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পে (আইসিডিপি) পরিচালনায় বংড কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সদস্য ও উপকারভোগীদের মাঝে খাদ্য ও হাইজিং সামগ্রী বিতরণ করা হয়।
মঙ্গলবার(২১ জুলাই) দুপুরে কারিতাস সম্মন্বিত সমাজ উন্নয়ন কার্যালয়ের এসব সামগ্রী বিতরণ করা হয়।করোনা ভাইরাস পরিস্থিতিতে বংড কো-আপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ৭৪ পরিবার উপকারভোগীকে ১৫ কেজি চাল,১ কেজি ডাল,২ কেজি আলু,১ কেজি তৈল,এছাড়াও ১টি করে বালতি,২টি সাবান, ১টি মগ বিতরণ করা হয়।
এই সকল সামগ্রী বিতরণের সময় থানচি উপজেলা প্রেস ক্লাব সভাপতি,মংবোওয়াংচিং মারমা অনুপম,বংড কো- আপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান নসরাং ত্রিপুরা, কারিতাস সম্মন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের (আইসিডিপি) এর সমাজ উন্নয়ন কর্মকতার্ সাচিংউ মারমা,লিন প্রকল্পের কো-অর্ডিনেটর রিটন আসাম, কোভিড-১৯ প্রকল্পের মাঠ কর্মকতার্ শ্যামল আসাম প্রমূখ উপস্থিত ছিলেন।