Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

শালবন বৌদ্ধ বিহারে লক্ষীছড়ি কৃষকলীগের বৃক্ষ রোপন

Link Copied!

খাগড়াছড়িঃ আজ শুক্রবার (১৭জুলাই) মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশে, বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, সাধারণ সম্পাদক এড. উম্মে কুলসুম স্মৃতি এমপি’র দিকনির্দেশনা।

চট্রগ্রাম বিভাগীয় সমন্বয়ক রেজাউল করিম রেজা ও খাগড়াছড়ি জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এস. এম. ইউছুফ আলী এর তত্ত্বাবধানে ও লক্ষীছড়ি উপজেলা কৃষকলীগের আহবায়ক মোঃ শাহজাহান বিশ্বাস ও সদস্য সচিব থোয়াইরী মারমা এর নেতৃত্বে বৃক্ষরোপন কর্মসূচী /২০২০ বাস্তবায়নে লক্ষীছড়ি উপজেলা কৃষকলীগের নেতাকর্মী, সমর্থক ও ভক্তরা, ১০০০ (এক হাজার) টি বৃক্ষ খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলার হাতিছড়া শালবন বৌদ্ধ বিহারের প্রঙ্গনে শ্রদ্ধেয় অধ্যক্ষ ওয়ারা বতি ভান্তের উপস্থতিতে রোপন করেন।

হাতিছড়া শালবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ওয়ারা বতি ভান্তের বলেন কৃষকলীগের এমন জনহিতকর কাজে আমি খুবই খুশী, কেননা এতে করে অর্থনৈতিক সমৃদ্ধি, পরিবেশ দূষণমুক্ত ও সকল প্রাণীর শান্তি হবে।

খাগড়াছড়ি জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এস. এম. ইউছুফ আলী বলেন মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশে এবং বাংলাদেশ কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দিকনির্দেশনায় খাগড়াছড়ি জেলা ও জেলার সকল ইউনিট বৃক্ষরোপণ করছে, ইহা একটি ধারবাহিক কর্মসূচী যা আগামী আষাঢ় মাস পর্যন্ত চলবে।