বান্দরবানের থানচিতে সাঙ্গু নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে এক ছাত্র নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।স্হানীয় বিশ্বস্ত সূত্রে জানা যায়,আজ ১৯ জুন শুক্রবার দুপুরে সাঙ্গু নদীতে জাল নিয়ে মাছ ধরতে যায় নিখোঁজ অজয় ত্রিপুরা(১৫),সাঙ্গু নদীতে এপার ওপার সাঁতার কেটে পার হওয়ার সময় পানিতে ডুবে গিয়ে নিখোঁজ হয় বলে জানা যায়।
নিখোঁজ কিশোর রুমা উপজেলা গালেংগ্যা ইউনিয়নের ১নং ওয়ার্ড আদিগা পাড়ার বাসিন্দা সুমন ত্রিপুরা ছেলে অজয় ত্রিপুরা(১৫)বলে জানা যায়। সে থানচি বলিপাড়া সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স জুনিয়র স্কুলের ৯ম শ্রেনির ছাত্র বলেও জানা যায়।
আরো জানা যায়,ছেলেটিকে তার বাবা এবছর ২০২০ খ্রিঃ শুরুতেই নিবেদিতা কুমারি মারিয়া ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার হরি মাকারিও কাছে রেখে দিয়ে পড়াশুনা করাচ্ছিলো। ছেলেটি নিখোঁজ হওয়ার মূর্হুত পর্যন্ত সেই ফাদারের সাথেই থেকেছেন বলেও জানা যায়।
এই বিষয়ে জানতে ফাদার হরি মাকারিও কে উনার ব্যক্তিগত ফোনে যোগাযোগ করা হলে তিনি এই রিপোর্ট লেখার মূর্হুত পর্যন্ত মোবাইল ফোনটি রিসিভ করেননি, ফলে এবং নিখোঁজ ছেলের বাবা সাথে যোগাযোগ করা হলে তার ব্যক্তিগত মোবাইল ফোনটিও সংযোগ পাওয়া যায়নি, তাই বিস্তারিত জানা সম্ভব হয়নি। বিশস্ত সূত্রে থেকে জানা যায় ছেলেটিকে এখনো খোঁজা হচ্ছে।