শনিবার, ২২ মার্চ ২০২৫, ০৯:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বান্দরবানে গৃহবধুকে গলাকেটে হত্যা সেনাবাহিনীর সহায়তায় নিজ গ্রামে ফিরলো কেএনএফ এর অত্যাচারে পালিয়ে যাওয়ার বম পরিবার পার্বত্য জেলা বান্দরবানে ছয় দিনে তিন ধর্ষণ নাইক্ষ্যংছড়ি বিজিবির ধারাবাহিক অভিযানে  ১৯ লক্ষ টাকার বার্মিজ গরু ও সুপারি জব্দ মিয়ানমারের রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরসার প্রধানসহ ১০ জন গ্রেপ্তার সীমান্তে থেমে নেই বিজিবির কঠোর অভিযান,গরুসহ ১১ লক্ষ টাকার পণ্য জব্দে চোরাচালানিরা আতংকে শৈশব থেকে সংগ্রামে বড় হওয়া উথোয়াইয়ই মারমার উদ্যোগে দুর্গম পাহাড়ে স্কুল প্রতিষ্ঠা দুর্গম পাহাড়ের বম জনগোষ্ঠী পেলো সেনাবাহিনীর মানবিক সহায়তা ও ফ্রি মেডিকেল ক্যাম্প বান্দরবানে নারীদের আত্মরক্ষায় YDSB এর বিশেষ ওয়ার্কশপের আয়োজন। নাইক্ষ্যংছড়ি সীমান্তে পৃথক অভিযান ১১ টি বার্মিজ গরুসহ ১৯ লক্ষ টাকার বিভিন্ন পণ্য জব্দ
বিজ্ঞপ্তি
paharkantho.com আপনাকে স্বাগতম 🤗...

বান্দরবান দুর্গম এলাকার কমিনিটি ক্লিনিকসমুহে পর্যাপ্ত সুযোগসুবিধা বাড়ানোর দাবী এলাকাবাসীর

সুফল চাকমা
  • প্রকাশিতঃ সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৭৪২ জন নিউজটি পড়েছেন

বিশেষ প্রতিবেদকঃ বান্দরবান পার্বত্য জেলার  দুর্গম এলাকাগুলোতে কমিউনিটি ক্লিনিক সেন্টারে নিরাপদ পানি, টয়লেট,বিদ্যুৎ সংযোগ ও ৩২ প্রকার ঔষুধ থাকার কথা থাকলেও সব প্রকার ঔষুধ নেই।তাই সুযোগসুবিধা বাড়ানোর দাবী করেছেন উপকারভোগীরা।

সোমবার(২সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় গ্রাম উন্নয়ন  সংগঠন(গ্রাউস) ও ওয়ার্ল্ড ভিশন সমন্বয়ে শহরের হিলভিউ কনফারেন্স হল রুমে এক ইন্টারফেইস কর্মশালায় এসব কথা বলেন।

কর্মশালায় জামছড়ি ইউনিয়নের মঞ্জয় পাড়া কমিউনিটি ক্লিনিকের কথা উল্লেখ করে হ্লা হ্লা চিং মারমা বলেন, তাদের কমিউনিটি ক্লিনিকে নিরাপদ পানি নেই, বিদ্যুৎ সংযোগ নেই, কমিউনিটি ক্লিনিকের সীমানা প্রাচীর নেই, নারী-পুরুষের আলাদা টয়লেটের ব্যবস্থা নেই বলে উল্লেখ করেন।

চিম্বুক পাবলা হেডম্যান পাড়ার লিউরু ম্রো কর্মশালায় বলেন, ম্রো নারীরা অনেকেই বাংলা বলতে পারে না। চিম্বুক এলাকাসহ দুর্গম এলাকায় ভাষাগত সমস্যার কারণে অনেকেই সঠিক চিকিৎসা পায় না। প্রতিটি ক্লিনিকে হেল্থ কেয়ার প্রোভাইডার স্ব স্ব এলাকার লোক নিয়োগ দিলে সেবা প্রদানকারী ও গ্রহীতা একে অপরের ভাষা বুঝতে পারবেন।

গ্রাউস ও ওয়ার্ল্ড ভিশন এনজিও কর্মকর্তারা বলেন,ওয়ার্ড পর্যায়ে গড়ে ৬০০ জনকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা দিয়ে থাকে কমিউনিটি ক্লিনিক। তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা আরো উন্নতমানের সেবা কিভাবে প্রদান করা যায় সে বিষয়েই প্রতিবছর একবার ইন্টারফেইস প্রোগ্রাম করা হয়। সরকারের নীতিমালা অনুসরণ করে কি কি সেবা আছে আর কি কি সেবা দরকার, গুনগত মান যাচাই করার পর কমিউনিটি ক্লিনিককে কার্যক্রম শুরু করা হয়।

গ্রাউস এর চেয়ারম্যান মংথোয়াই চিং মারমা”র সভাপতিত্বে উপস্থিত ছিলেন গ্রাউসের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার উসাই মং মার্মার এর ওয়ার্ল্ড ভিশন স্পনসরশীপ চাইল্ড প্রটেকশন অফিসার ভজন চিরান, জামছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্য সিং শৈ মারমা, বান্দরবান সদর উপজেলা পরিবার পরিকল্পনার কর্মকর্তা চিকিৎসক ভানু মারমা, বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন এলাকার উপকারভোগী লোকজন উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২১
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD
themesba-lates1749691102
error: Content is protected !!