“করোনা ভয় নয়, সতর্কতায় করবো জয়”এই উপপাদ্য সামনে রেখে বৈশ্বিক মহামারী নোভেল করোনাভাইরাস প্রভাব ও রোজা মাসের দুঃস্থ মানুষের সেবায় বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন ও চট্টগ্রাম অঞ্চলে (জিওসি) এর প্রেরিত উপহার সামগ্রী থানচিতে উপজেলার দুই ইউনিয়নে ৩৮,বিজিবি ব্যাটালিয়ান জোনের তত্ত্বাবধানে কর্মহীন অসহায় ২শ পরিবারকে এই ত্রাণ বিতরণ করা হয়েছে ।
বুধবার (১৩ই মে) বেলা ২টায় বলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ১শ পরিবার এবং দুপুর আড়াইটা থানচি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ১শ পরিবারকে এই সব উপহার সামগ্রী বিতরণ করা হয় । উপহার সামগ্রী মধ্যে চাল, ডাল, চিনি, লবন, তৈল, সাবান ও আলু ইত্যাদি একটি প্যাকেজ বিতরণ করা হয় ।
এ সময় বলিপাড়া ৩৮ ব্যাটালিয়ানে বলিপাড়া জোন অধিনায়ক, লেঃ কর্ণেল মোঃ সানবীর হাসান মজুমদার, থানচি বিওপি ক্যাম্প অধিনায়ক সোবেদার আমিনুল ইসলাম, হাবিলদার মুরাদ,থানচি বাজার পরিচালনা কমিটি সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন উপস্থিত ছিলেন ।