Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

বান্দরবান সন্ত্রাসীর গুলিতে ১জন নিহত,অপহৃত দুইজন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : April 17, 2020
Link Copied!

রোয়াংছড়ি উপজেলার ৪ নং নোয়াপতং ইউনিয়নের,ক্যানাইজু পাড়ায় একজন কে গুলি করে হত্যা এবং দুজন কে অপহরণ করে নিয়ে যায় একদল সশস্ত্র সন্ত্রাসী।

শুক্রবার (১৭ এপ্রিল) আনুমানিক সকাল ৭.৫০ ঘটিকায় পাড়ার চায়ের দোকানে বসে চা খাওয়া অবস্থায়, মোটর সাইকেল যোগে আসা মুখোশ পরা ১০/ ১২ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী বাহিনী দোকানে অতর্কিত হামলা চালিয়ে একজনকে গুলি করে হত্যা করে এবং দুজনকে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসী’রা।

স্থানী সূত্রের তথ্যমতে, নিহত ব্যক্তির নাম মংসাই মারমা (৩০),তার বাড়ি থানচি উপজেলার,রেমাক্রী ইউপির,বাসিং অং পাড়ায়। নিহত ব্যক্তি পূর্বে মগ লিবারেশন পার্টির সাথে সম্পৃক্ত ছিলো। বর্তমানে জনসংহতি সমিতির সংস্কার গ্রুপে যোগ দিয়েছেন। অপহৃত দুজনের নাম এখনো জানা যায়নি,কারা কি উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে তা এখনো স্পষ্ট নয়।

এদিকে এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সেনাবাহিনী ও পুলিশের টহল জোরদার করা হয় ।
এবিষয়ে জানতে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মুঠোফোন একাদিক বার কল দিলে তিনি  রিসিভ করেনি।