Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

বান্দরবান রুমায় বর্ণাঢ্য আয়োজনে উপজাতীয় আবাসিক বিদ্যালয়ের প্রথম পূর্ণমিলনী অনুষ্ঠান উদযাপন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : March 13, 2020
Link Copied!

বান্দরবান রুমা উপজেলার ঐতিহ্যবাহী উপজাতীয় আবাসিক বিদ্যালয়ের ৩৩ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে পূর্ণমিলনী অনুষ্ঠান উদযাপিত।শুক্রবার (১৩ মার্চ) সকাল থেকে দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পূর্ণমিলনী অনুষ্ঠান উদযাপিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, আমাদের ছাত্র-ছাত্রীদের কারিগরি শিক্ষায় শিক্ষিত করতে হবে। কারিগরি শিক্ষা থাকলে তাদের চাকরির পিছনে দৌড়াতে হবে না। আগামীতে সব বিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি কারিগরি শিক্ষা চালু করা হবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নববিক্রম কিশোর ত্রিপুরা।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান, সেনাবাহিনীর রুমা জোনের (টুআইসি) মেজর জোবায়েত শফিক, রুমা উপজেলা চেয়ারম্যান উহ্লা‌চিং মারমা, উপজেলা নির্বাহি অফিসার শামসুল আলম এবং বিদ্যালয়ের ১৫টি ব্যাচের প্রায় পাঁচ শতাধিক প্রাক্তন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন পাশাপাশি বর্তমান ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।