বান্দরবান সদর উপজেলার, টংকাবতী ইউনিয়নের, চিম্বুক পাবলা হেডম্যান পাড়ায় আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বান্দরবান সেনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আখতারউস সামাদ রাফি বিএসপি, পিএসসি এর নির্দেশনায ত্রাণ বিতরণ করেন সেনাবাহিনী। মঙ্গল বার (১০ ফেব্রুয়ারি) রাত ৯টায়,সিনিয়র ওয়ারেন্ট অফিসার আঃ রব শেখ ২৬ বীর এর নেতৃত্বে ত্রাণসমূহ প্রদান করা হয়।নগদ ৩০০০ টাকা,চাল ১০ কেজি,২কেজি ডাল,২ কেজি তৈল,৩ কেজি আটা।
উল্লেখ্য যে, চিম্বুক পাবলা হেডম্যান পাড়ার
থংপ্রে ম্রো (২৯ ) পিতাঃ মৃত ইয়াংয়া ম্রো এর রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে।
আগুনে ক্ষতিগ্রস্ত থংপ্রে ম্রো জানান, সবাই আমরা জুম চাষে ব্যস্ত ছিলাম এই সময়ে বাড়িতে আগুন লাগে। পরবর্তিতে পাড়ার লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনলেও ততক্ষণে ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকা মূল্যের আসবাবপত্র সহ ও একটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায় তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।