Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

বান্দরবান রোয়াংছড়ি আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : March 9, 2020
Link Copied!

রবিবার (০৮মার্চ) জেলার রোয়াংছড়ি উপজেলার ২ নং তারাছা ইউনিয়নের ২নং ওয়ার্ডের দানেশ পাড়ায় আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বান্দরবান সেনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আখতারউস সামাদ রাফি বিএসপি, পিএসসি এর নির্দেশনায় ত্রাণ বিতরণ করা হয়। সেনা জোনের পক্ষ থেকে প্রতি পরিবার কে নগদ ৩০০০ টাকা,১০ কেজি চাল,২কেজি ডাল ২কেজি তৈল, ৩কেজি আটা প্রদান করেন।

এলাকাবাসীর জানান, শনিবার রাত আনুমানিক ১টায় বান্দরবান রোয়াংছড়ি উপজেলায় তারাছা ইউনিয়ন ২নং ওয়ার্ড ছাইংগ্যা দানেশ পাড়ার মোঃ দানু মিয়া (৯০)পিতাঃমৃত অসিউর রহমানের ঘরের পূর্ব পাশ থেকে আগুনের সূত্রপাত ঘটে।

আগুনে ক্ষতিগ্রস্ত মোঃ দানু মিয়া এর পুত্র মোঃ তাহের জানান সবাই ঘুমন্ত অবস্থায় ছিল আগুনের সুত্রপাত কোথা থেকে হয় কেউ জানে না।

পরবর্তিতে পাড়ার লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনলেও ততক্ষণে নগদ প্রায় ১,২০,০০০/- (এক লক্ষ বিশ হাজার) টাকা ও প্রায় ৫ লক্ষ টাকা মূল্যের আসবাবপত্র সহ ও তিনটি বসতঘর পুড়ে যায় তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।