বান্দরবান বেড়াতে আসা পর্যটকদের সুবিধার্থে ‘হোটেল হিলভিউ” চালু করেছে টুরিস্ট বাস।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এ বাসের উদ্বোধন করেন।
এসময় মন্ত্রী বলেন, পর্যটন শিল্পকে এগিয়ে নিতে বান্দরবানে সরকারি-বেসরকারি ভাবে বিভিন্ন উদ্বেগ গ্রহণ করা হয়েছে। তেমনি ভাবে পার্বত্য চট্টগ্রামের তিন জেলাকে পর্যটন এলাকা হিসবে গড়ে তোলা হবে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, সড়ক যোগাযোগসহ সকল ক্ষেত্রে পার্বত্য জেলা আরো এগিয়ে যাবে।
বান্দরবান হোটেল হিলভিউ এর স্বতাধিকারী কাজল কান্তি দাশ জানান, পর্যটকরা যাতে আরাম-আয়াসে ভ্রমন করতে পারে এজন্য প্রথমত দু’টি এসি বাস চালু করেছি।
হোটেলের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত এই বাস,ভ্রমন পিপাসু পর্যটকদের নিয়ে প্রতিদিন বান্দরবানের অন্যতম পর্যটন কেন্দ্র নীলগীরি উদ্দ্যেশে সকাল ৭টায় ছাড়বে আবার দিন শেষে বিকাল ৫ টায় ফেরত আসবে।পরবর্তীতে চাহিদা অনুযায়ী আরও বাড়ানো হবে বলে জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মো:দাউদুল ইসলাম, পুলিশ সুপার জেরিন আখতার, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,বান্দরবান পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদের সভাপতি আবদুল কুদ্দুছ প্রমুখ উপস্থিত ছিলেন।