Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

অসহায় অর্ণব তঞ্চঙ্গ্যার চিকিৎসা প্রক্রিয়া শুরু করলো সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : February 20, 2020
Link Copied!

রোয়াংছড়ি উপজেলার,আলেক্ষ্যং ইউনিয়নের জুম চাষি পৃতিসেন তঞ্চঙ্গ্যাঁর,৬ বছরের শিশু অর্ণব তঞ্চঙ্গ্যা Non Hodkings Lymphoma রোগে আক্রান্ত হয়ে বান্দরবান সদর হাসপাতালের শিশু ইউনিটে ভর্তি হয়।

অর্ণব রোয়াংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ত। এখন সে আর স্কুলে যেতে পারে না। তার ঘাড়ের পেছনের একটি বড় ফোঁড়া উঠে স্বাভাবিক জীবনকে বাধাগ্রস্ত করেছে।

প্রথম একটি ক্লিনিকে অপারেশন করান,সঞ্চয়ের যা টাকা ছিল তার পুরোটাই খরচ করে ফেলেন। বর্তমানে ডাক্তারের দেয়া রিপোর্টগুলো ডায়াগনসিস করার মতো অর্থও নেই তাদের কাছে।

বিষয়টি বান্দরবান সেনা জোনের নজরে আসলে হাসপাতালে গিয়ে অর্ণব তঞ্চঙ্গ্যার চিকিৎসার প্রক্রিয়া শুরু করে পাশে দাঁড়ান সেনাবাহিনী।

সেনাবাহীনির সহযোগীতা পেয়ে অর্ণব তঞ্চঙ্গ্যার মা মানতি তঞ্চঙ্গ্যা খুশিতে কেঁদে ফেলেন। তিনি বলেন আমাদের পক্ষে সন্তানের চিকিৎসা করানো সামর্থ্য ছিলো না। সেনাবাহীনির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাই সৃষ্টিকর্তা প্রার্থনা সেনাবাহিনীর মঙ্গল করুক।