পার্বত্য অঞ্চলে,সর্ব প্রথম কেয়ারগিভারস ইনস্টিটিউট অব বাংলাদেশের ক্যাম্পাসের উদ্বোধনী অনুষ্ঠান।
বৃহস্পতিবার ( ১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত কেয়ারগিভারস ইনস্টিটিউট অব বাংলাদেশ বান্দরবান ক্যাম্পাসের আয়োজনে উজানী পাড়া ত্রিপুরা কল্যাণ সংসদ হল রুমে নতুন ছাত্র-ছাত্রীদের নবীন বরণ ও ক্যাম্পাসের উদ্বোধন করা হয়েছে।
এসময় নতুন ছাত্র-ছাত্রীদের নবীন বরণ ও বান্দরবান ক্যাম্পাস উদ্বোধন অনুষ্ঠানে কেয়ারগিভারস ইনস্টিটিউট অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ মোঃ বাসীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে বান্দরবান ক্যাম্পাসের উদ্ভোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শামীম হোসেন। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং,মোহাম্মদ রেজা সরোয়ার, আপন ইন্টারন্যাশনাল বাজার লি. ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান প্রধান, পরিচালক বিপনন মোঃ জামাল হাসান নাহিদ, কেয়ারগিভারস ইনস্টিটিউট অব বাংলাদেশ বান্দরবান ক্যাম্পাসের চীফ এক্সিকিউটিভ অফিসার নুইঙচিং মার্মাসহ প্রমুখ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক সংবাদকর্মী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের উদ্যোক্তা’রা বলেন, ফাষ্টএইড,নার্সিং,ফিজিওথেরাপি,নিউট্রিশন,সাইকোলজি,অটিজম,ডিমেনশিয়া,ম্যানেজমন্ট,হাউজ কিপিং,স্পোকেন ইংলিশ কোর্সে দক্ষ জনশক্তি গড়ে তুলতে ৬ মাস মেয়াদী প্রশিক্ষণ দিবে এই প্রতিষ্ঠান। বেকারত্ব রোধে দেশ-বিদেশে চাকুরী ব্যবস্থায় ভূমিকা রাখবে বলে জানান।