শহরের বনরুপা পাড়ায় স্বামী কর্তৃক শারিরীক নির্যাতন সইতে না পেরে গৃহবধূ আত্মহত্যা করেছে বলে জানা গেছে। নিহতের নাম, রিনা আক্তার (২০)। রিনা শহরের বনরুপা পাড়ার ভাড়াটিয়া মো.জাহেদ এর স্ত্রী।
বুধবার (২৯জানুয়ারি) পৌরসভার ৬ নং ওয়ার্ডেও বনরুপা পাড়ায়, সকালে নাস্তা করার সময় রিনা আক্তারের সঙ্গে স্বামী মো. জাহেদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার পর হঠাৎ রিনা আক্তার একটি রুমে প্রবেশ করে দরজা বন্ধ করে দিয়ে ঘরের বিমের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
স্থানীয় প্রতিবেশীদের সুত্রে জানা যায়, যৌতুক ও পারিবারিক বিষয় নিয়ে তাদের বিয়ের পর থেকে যৌতুকের অর্থের জন্য গৃহবধূ রিনা আক্তারকে স্বামী মারধর করতো।
এই ব্যাপারে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই,পরে দরজা ভেঙ্গে রিনার ঝুলন্ত লাশ উদ্ধার করি,লাশ প্রাথমিক তদন্ত শেষে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ব্যাপারে সদর থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।