Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

সেনাবাহিনীর নাম ব্যবহার করে অবৈধ ভাবে বালু  উত্তোলনের দায়ে ৫ জনকে জেল জরিমানা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : January 20, 2020
Link Copied!

বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের গনেশ পাড়া এলাকায় পরিবেশ ধ্বংস করে সেনাবাহিনীর নাম ব্যবহার করে, সুয়ালক খালের পাড় কেটে  অবৈধভাবে বালু উত্তোলনরত অবস্থায়  সেনাবাহিনী ও পুলিশের  যৌথ অভিযানে,২টি ডাম্প ট্রাক ও ১টি এসকেভেটর সহ  ৫জন কে আটক করেন।

সোমবার ২০-জানুয়ারি সেনাবাহিনীর টহলরত একটি দল ঘটনাস্থলে যায় এবং  গাড়ীতে সেনাবাহিনীর জরুরী কাজে নিয়োজিত  স্টিকার দেখতে পায়। কার অনুমতি নিয়ে  বালু উত্তোলন করা হচ্ছে এবং সেনাবাহিনীর কাজে নিয়োজিত  স্টিকার কেনো তৈরি করেছে জানতে চাইলে তারা  কোন সুদোত্তর দিতে পারেননি।

পরে বিষয়টি উপজেলা প্রসাশনকে জানানো হলে,উপজেলা নির্বাহী অফিসার মোঃ নোমান হোসেন বিকাল ৪ টায় সেনাবাহিনী ও পুলিশফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান  চালায় এ সময় কতিপয় জমির মালিক পরিচয় দেওয়া,নিবারন তঞ্চঙ্গ্যাঁ (৫০) এবং এম বি ইকবাল লিমিটেড নামক ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মচারী, সুপারভাইজার মোঃ হাসান আলী রাজু (৩৪),এসকেভেটর ড্রাইভার মোঃ কাইয়ুম (২৪), ডাম্প ট্রাক ড্রাইভার, মোঃ রায়হান (২৩) মোঃ শাহীন আলম ( ২৫) আটক করেন।

পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে  উপজেলা নির্বাহী অফিসার মোঃ নোমান হোসেন আটককৃত,সুপারভাইজার মোঃ হাসান আলী রাজুকে ১মাসের জেল,নিবারন তঞ্চঙ্গ্যাঁ কে নগদ বিশ হাজার টাকা জরিমানা এবং এসকেভেটর ড্রাইভার মোঃ কাইয়ুম,ডাম্প ট্রাক ড্রাইভার মোঃ রায়হান,মোঃ শাহীন আলম  কে দুই হাজার করে জরিমানা করেন।

এ সময় সুয়ালক ইউপি চেয়ারম্যান,উক্যানু মার্মা ও ১নং ওয়ার্ড সদস্য, আবদুল সবুর উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ নোমান হোসেন বলেন,মিথ্যা পরিচয়ে সেনাবাহিনীর সন্মান ক্ষুণ্ন করা দায়ে আটককৃতদেের জেল-জরিমানা করা হয় এবং আটককৃত মালামালের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।