Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

খাগড়াছড়ি ২৪ ঘন্টায় আবারো সেনাভিযান,অস্ত্র উদ্ধার

পাহাড় কন্ঠ ডেস্ক
আপডেট : December 15, 2019
Link Copied!

খাগড়াছড়ি জেলার সদর উপজেলাধীন পেরাছড়া এলাকায় ১৪ ডিসেম্বর (শনিবার) দুপুর ০১ ঘটিকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে খাগড়াছড়ি সেনা জোনের একটি অভিযান দল। উক্ত অভিযানে নিরাপত্তা বাহিনী আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফের মূল দলের নিতু চাকমা (৩৫) এবং পলিময় ত্রিপুরা (৩৪) নামের দুইজন সশস্ত্র সন্ত্রাসী এবং চাঁদাবাজকে ইউএসএ কর্তৃক তৈরীকৃত দুইটি বিদেশি পিস্তল (ম্যাগাজিনসহ), তিন রাউন্ড গুলি ও অন্যান্য দ্রব্য সামগ্রীসহ আটক করেন।

এদিকে আটককৃত ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে ১৫ ডিসেম্বর (রবিবার) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে খাগড়াছড়ি সদর উপজেলার পল্টনজয়পাড়া এলাকায় খাগড়াছড়ি সেনা জোন পুনরায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টহল দল ০১টি ভারতীয় রাজপুত ম্যাগনাম শট গান এবং ৩০ রাউন্ড এ্যামুনেশন উদ্ধার করে।

উল্লেখ্য, আটককৃত ব্যক্তিদের মধ্যে নিতু চাকমা ০৪ মে ২০১৮ সালে রাঙামাটির নানিয়াচর উপজেলা চেয়ারম্যান ও খাগড়াছড়ি জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট শক্তিমান চাকমার শেষকৃত্য অনুষ্ঠানে যাওয়ার পথে ইউপিডিএফ গণতান্ত্রিক-এর কেন্দ্রীয় সভাপতি তপন জ্যোতি চাকমাসহ পাঁচ হত্যাকান্ডের অন্যতম আসামী।