Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

আলীকদম ৩নং নয়াপড়া ইউপি’র উদ্যোগে অসহায় ও হতদরিদ্রের মাঝে ত্রাণ বিতরণ

Link Copied!

বান্দরবানরে আলীকদম উপজলার ৩ নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রনালয়ের বরাদ্দকৃত ত্রাণ ১২ শ ১০ টি অসহায় ও দিন মমজুর, হতদিরদ্র পরিবাররে মাঝে প্রধানমন্ত্রী’র বিশেষ উপহার ত্রাণ বিতরণ করা হয়ছে।

সোমবার (২২ জুন) সকাল ১০ টায় রোয়াম্ভু সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৩নং নয়াপাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দূর্গম পাহাড়ী এলাকায় দূর্যোগ ব্যস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়রে দেওয়া ১২ শ ১০ পরিবাররে মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা শিক্ষা অফিসার ইসকান্দর নুরী,৩ নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফোগ্য মারমা, ইউপি সদস্য মো.জাহাঙ্গীর আলম বাদশা,মহিলা সদস্য ইয়াসমিন আক্তারসহ স্ব স্ব ওয়ার্ড মেম্বার ও সাংবাদিক প্রমূখ।

পরে ৩নং নয়াপড়া ইউনিয়নের ৯ টি ওর্য়াডের ১২ শ ১০ টি অসহায় ও দিন মজুর, দরিদ্র পরিবারে মাঝে ত্রান বতিরণ করা হয়। এসময় অতিথিরা কোভডি-১৯ সংক্রমনের বিষয়ে সকলকে সচতেন করনে এবং সকলকে অপ্রয়োজনে বাড়ীর বাহিরে বাহির না হওয়ার বিষয়ে নিরুৎসায়িত করেন,নিয়মিত সাবান বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধোয়ার জন্য বলেন,জ্বর – কাশি,মাথা ব্যাথা দেখা দিলে ডাক্তারের পরামর্শ নেওয়ার জন্য অনুরোধ করেন।