Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

অনিয়মের সংবাদ প্রকাশের পর বাধ্য হয়ে প্রকল্পের কাজ শুর করলেন ইউপি চেয়ারম্যান

চনুমং মার্মা
আপডেট : September 11, 2024
Link Copied!

রুমা প্রতিনিধিঃ বান্দরবানের রুমায় প্রকল্পের টাকা আত্মসাত এবং সোলার দেয়ার কথা বলে বৌদ্ধ বিহারের দান বাক্সের টাকা আত্মসাতের সংবাদ প্রকাশিত হওয়ার পর সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন অফিসের চাপে বাধ্য হয়ে প্রকল্পের কাজ শুরু করেছেন ইউপি চেয়ারম্যান।

তবে বৌদ্ধ বিহারে সৌর বিদ্যুৎ না দিলেও অন্য ভাবে সমন্বয় করে দেয়ার প্রতিশ্রুত দিয়েছেন বলে জানা গেছে। সকালে উপজেলার পাইন্দু ইউনিয়নের চাইরাগ্র পাড়া হতে সেংগুম পাড়া পর্যন্ত রাস্তা সংষ্কার কার্যক্রম শুরু করেন অভিযুক্ত পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লামং মারমা। এসময় সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়ন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানা যায়, ২ লক্ষ ৭৩ হাজার ২৪৮ টাকার ব্যয়ে চাইরাগ্র পাড়া হতে সেঙ্গুম পাড়া পর্যন্ত রাস্তা সংস্কার প্রকল্প গ্রহণ করা হয়েছিল, কিন্তু গত ৩০ জুন কোন কাজ না করেই প্রকল্পের সব টাকা উত্তোলন করে নেন চেয়ারম্যান। এলাকার স্থানীয় বাসিন্দাদের অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনর পরিদর্শন পূর্বক এই অনিয়মের সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের জেরে অভিযুক্ত চেয়ারম্যান সাংবাদিকদের অকথ্য ভাষায় গালি এবং হুমকি প্রদান করলেও পরে কর্তৃপক্ষের চাপে কাজ শুরু করতে বাধ্য হন।

দৈনিক ৫০০ টাকা হাড়ে মোট ৪৩ জন শ্রমিক নিয়ে দুই-তিন দিনের মধ্যে রাস্তা সংস্কারের কাজ শেষ করবেন চেয়ারম্যান। তবে শ্রমিকরা তাদের পুরো টাকা পাবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।