Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর করোনায় আক্রান্ত  চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচ

Link Copied!

করোনায় আক্রান্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’কে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সেনা জোন থেকে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে আজ রোববার (৭জুন) সকাল ১১টা ১০ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়।
বান্দরবান থেকে গত বৃহস্পতিবার( ৪ জুন) মন্ত্রীর নমুনা  পাঠানো হয়,শনিবার (৬ জুন) উনার রিপোর্ট পজেটিভ আসে।

বান্দরবান পার্বত্য জেলার ৭টি উপজেলায় সর্বশেষ ৯ জন আক্রান্তসহ এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে শিশুসহ ৪৬ জন, নতুন আক্রান্তদের মধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি রয়েছেন, কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া গনম্য এ তথ্য নিশ্চিত করেছেন।এ সরকারের  কোন মন্ত্রীর প্রথম করোনায় আক্রান্ত হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, জেলার মধ্যে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর সহ মোট আক্রান্ত ৪৬ জনের মধ্যে ১৫জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

এদিকে পার্বত্যমন্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে ঢাকায় নেওয়ার পর উপজেলা পর্যায়ে মন্ত্রীর আরোগ্য কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।