Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

বান্দরবান ৪৯০পিচ ইয়াবাসহ সেনাবাহিনীর হাতে ১জন আটক

Link Copied!

বান্দরবান সদর ইউনিয়নের লেমু‌ঝি‌ড়ি আগা পাড়া থেকে ৪৯০পিচ ইয়াবাসহ শা‌ন্তি তঞ্চঙ্গ‌্যাঁ (৩০) নামের ১জনকে আটক করে সেনাবাহিনী। আটককৃত কুহালং ইউ‌নিয়‌নের বা‌কীছড়ার জ্যো‌তিময় তঞ্চঙ্গ্যাঁর ছেলে।

র‌বিবার (৩ মে) বিকালে লেমু‌ঝি‌ড়ি আগা পাড়ার ইক্ষু গবেষণা কেন্দ্রের সামনে থেকে তাকে আটক করে সেনাবাহিনী।

‌সেনাবা‌হিনী জানান, গোপন সংবা‌দের ভিত্তিতে সেনাবাহিনী লেমু‌ঝি‌ড়ি আগা পাড়া এলাকার ইক্ষু গবেষণা কেন্দ্রের সামনে অ‌ভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় আটককৃতের দেহ তল্লাশি করে প্যান্টের পকেটে প্লা‌স্টি‌কের প্যাকেটে মোড়ানো অবস্থায় ৪৯০পিচ ইয়াবা উদ্ধার ক‌রে। পরে তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।

বান্দরবান সেনা জোন ও রি‌জিয়নের কর্মকর্তারা জানান, সন্ত্রাসীরা পাহাড়ে অস্ত্র ক্রয়ের জন্য ইয়াবা ব্যবসা ছাড়াও সন্ত্রাসী কর্মকান্ড,চাঁদাবা‌জি ও অপহরণসহ নানা ধরণের অপরাধমূলক কর্মকান্ড চা‌লিয়ে যাবার চেষ্ঠা চালাচ্ছে। তাদের এসব কার্যক্রম দমন করতে অ‌ভিযান অব্যহত রয়েছে।