Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

বান্দরবান করোনায় আক্রান্তের সংস্পর্শে আসায় আক্রান্ত ৩জন

পাহাড় কন্ঠ ডেস্ক
আপডেট : April 30, 2020
Link Copied!

জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলায় করােনা আক্রান্ত হওয়া নারী সংস্পর্শে আসায় নতুন করে আরো ৩ জন করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৩০এপ্রিল) করোনায় আক্রান্ত জান্নাতুল হাবিবার সংস্পর্শে আসায় নমুনা সংগ্রহ করে কক্সবাজার ল্যাবে পাঠানাে হয়। আজ তার ননদ ও ননদের ছেলে ও মেয়ের করোনার পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়,২৬ শে এপ্রিল নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডােরে চিকিৎসা নিতে আসা জান্নাতুল হাবিবার,জ্বর ও সর্দি কাশির উপসর্গ দেখে চিকিৎসক নমুনা সংগ্রহ করে কক্সবাজার সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে পাঠায়। গত ২৭ শে এপ্রিল নমুনার রিপাের্ট করােনা পজিটিভ আসায়,ওইদিনই আক্রান্ত রােগীকে নিজ বাড়িতে হােম কোয়ারান্টাইনে রাখা হয়। পরদিন উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে নাইক্ষ্যংছড়ি হাসপাতালে আইসােলোশনের ইউনিটে রাখা হয়।ওই রোগীর সংস্পর্শে আসায় তার ননদ ও ননদের এক ছেলে ও এক মেয়েরও নতুন করে আক্রান্ত হয়।

নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আবু জাফর জানান, গত ২৭ এপ্রিল কম্বনিয়া গ্রামের জান্নাতুল হাবিবা করোনা শনাক্ত হন। পরের দিন থেকে তিনি নাইক্ষ্যংছড়ি হাসপাতালের আইসোলেশনে রয়েছেন। নতুন করে যে তিনজন শনাক্ত হয়েছেন তাদেরও আইসোলেশনে এনে চিকিৎসা দেয়া হবে।