Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

বান্দরবান থানচি সেনাবাহিনীর ১৬ ইসিবির ত্রাণ বিতরণ  

Link Copied!

বিশ্বজুড়ে কোরানা ভাইরাস কেভিট -১৯ এর পরিস্থিতি মোকাবিলা করতে লকডাউনে ঘরে থাকায় কর্মহীন অসহায় হত-দরিদ্রদের  বাড়ীত চাল, ডাল, তৈল, লবন, সাবান,আলু, সুজি,বিস্কুট ইত্যাদি ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন সেনাবাহিনী।

থানচি উপজেলায় থানচি সদর ইউনিয়ন ও তিন্দু  ইউনিয়নে প্রায় ৩শত পরিবারের মাঝে এই সকল ত্রাণ সামগ্রী  বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর (১৬ ইসিবি)।

গত ২৫ -২৬ এপ্রিল শনিবার ও রবিবার  দুইদিন ব্যাপী  বাংলাদেশ সেনাবাহিনীর (১৬ ইসিবি) উপজেলার থানচি সদর ইউনিয়ন ও তিন্দু ইউনিয়নের ১২টি পাড়ায়,বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ ইসিবি থানচির প্রকল্প পরিচালক, মেজর মোহাম্মদুল কিবরিয়া সাঈদের নেতৃত্বে সেনা সদস্য’রা ত্রাণ সামগ্রী  বিতরণ করেন।

এ সময় প্রকল্প পরিচালক মেজর মোহাম্মদুল কিবরিয়া সাঈদ বলেন, বৈশ্বিক মহামারী  নোভেল করোনা ভাইরাস এর পরিস্থিতির মোকাবেলায় লকডাউনে ঘরে থাকা কর্মহীন অসহায় হত-দরিদ্রদের ত্রাণ ও রোজাদারদের ইফতার সামগ্রী পৌছে দেয়ার কাজ পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার পর্যন্ত অব্যাহত থাকবে। বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি মানুষের কল্যাণে নিরলস ভাবে কাজ করেই চলেছে।