Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

পার্বত্য চট্টগ্রামের অন্যতম  বৌদ্ধ ধর্মীয় গুরু উচাহ্লা ভান্তের পরলোকগমন

পাহাড় কন্ঠ ডেস্ক
আপডেট : April 13, 2020
Link Copied!

বুদ্ধু  ধাতু জাদী(স্বর্ণ জাদী), রাম জাদী, ক্যমলং জাদী, নন্দগ্রী জাদী, জীনমার জয়ী জাদী প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশে বৌদ্ধ ধর্মের অন্যতম ধর্মীয় গুরু উপঞঞাজোত মহাথেরো (উচহ্লা ভান্তে) চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালে মৃত্যুবরণ করেন।

সোমবার (১৩ এপ্রিল)  ১২টার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বৌদ্ধ ধর্মের আনুসারে তিনি ৩১ ওয়াহ এবং ৬৫ বছর বয়স ছিলেন। এসময় দেশ বিদেশে অসংখ্য শিষ্য, দায়ক-দায়িকা, ভিক্ষু সংঘ ও বান্দরবান সহ দেশের বিভিন্ন  জায়গায়
বৌদ্ধধর্ম অনুসারীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

গত শুক্রবার ১০ এপ্রিল বাম হাত প্রচুর ব্যাথা অনুভব হলে চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা অবনতি হলে আইসিইউতে লাইফ সার্পোটে ছিলেন।  গুরুভান্তে দেশে বিদেশে অনেক বিহারও নির্মাণ করেন, মায়ানমার, ভারতেও ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তিনি  বি হ্যাপী লার্নিং য়ের মত অনাথ শিক্ষা আশ্রম নির্মাণ করে গরীব দুঃখি পাহাড়ি  ছেলেদেরকে বিনামূল্য থাকা খাওয়াসহ পড়াশুনা করার সুযোগ করে দিয়েছেন। চাকমা, মারমা ত্রিপুরা, ম্রো, খিয়াং, বম সহ বিভিন্ন সম্প্রদায়ের ছেলেরা পড়ালেখা করছে।  স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত লেখা পড়া খরচ বহন করেছেন।

ধর্মীয় রীতি অনুসারে কবে সংস্কার করা হবে তা এখনো জানা সম্ভব হয়নি। পরে জানিয়ে দেওয়া হবে সূত্রে জানানো হয়।

উল্লেখ্য, ১৯৫৫সালে২২শে ডিসেম্বর  উপঞঞাজোত মহাথেরো বোমাং রাজপরিবারে জন্ম গ্রহণ  করেন। তিনি    দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষা  লাভ করে, বিচার বিভাগের সিনিয়র জজ হিসেবে নিযুক্ত ছিলেন। ১৯৯৫ সালে ৭ই জুন চিংম্রং বৌদ্ধ বিহারে প্রবজ্যা গ্রহণ করেন।