বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নে অভিযান চালিয়ে ১০০ লিটার চোলাই মদসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশেরর একটি টিম।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সুয়ালক
বান্দরবান বিশ্ববিদ্যালয় সড়কে উপর তিন জন লোক দেশীয় তৈরি চোলাই মদ বিক্রয়ের উদ্দেশ্যে চট্টগ্রাম নিয়ে যাওয়ার জন্য অবস্থান করছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, সুপার সুপার জেরিন আখতার, বিপিএম নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ, এ,এইচ,এম তৌহিদ কবির এর দিক নির্দেশনায়, এসআই (নিঃ) জীবন চৌধুরীর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি টীম ওই এলাকায় অভিযান চালিয়ে ১০০ লিটার দেশী তৈরী চোলাই মদসহ ০৩ জন আটক করেন।
আটককৃত’রা হলেন অংচছিং মার্মা (৩৫), অংখ্যাই মার্মা (৩০), সা থোয়াই উ মার্মা(৫৩)আটককৃতদের বিরুদ্ধে সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) টেবিল ২৪ (খ) ধারায় মামলা রুজু করা হয়েছে।