পাখি চাই উড়তে, খোলা মুক্ত আকাশে
প্রাণ ভরে শ্বাস নিতে স্বচ্ছ বাতাসে.
বনেতেই বেড়ে ওঠা, মুক্ত জীবন প্রণালী
তরুগনে সাথে তার গড়ে ওঠে মিতালী.
নির্জন বনের ঘন পল্লবের সাথে গভীর সম্পর্ক
বনের প্রতিটি শাখ তার বন্ধনে আবদ্ধ
মুক্তভাবে উড়তে চাই, স্বাধীনভাবে বাঁচতে চাই
জীবন থাকে গতিময়,
ধরণীতে এক মুক্ত প্রাণী
এটাই তার পরিচয়..
জীবনটা তার সুখেই ভরা নেই তাতে সন্দেহ,
আমরাই কেড়ে নেই তাদের সেই অনাবিল আনন্দ.
ধরে আনি, ভরে রাখি লোহার খাঁচায়
বনের পাখি যে ঘরেতে নয় ,
তাকে বনেতেই মানাই
করি কত লালন-পালন পোষ মানাতে,
মন তবু পড়ে থাকে তার সেই খড়ের বাসাতে.
শখে কত পাখি কিনি ঘরের সৌন্দর্য বাড়াতে,
মোরা ভাবি না কখনো তাদের আসল সৌন্দর্য বনেতে
পাখিরাও চাইনা তাদের স্বাধীনতা হারাতে..
তাদেরও ছোট্ট নীড়ে থাকে কত পরিজন,
বন্দীর আগে ছেড়ে থাকো তোমার সকল আত্মীয়-স্বজন
তবেই পাখিদের দুঃখ তুমি করতে পারবে স্মরণ.
বন্দীদশার জীবন তবু মন থাকে আশাতে
কবে জানি মুক্তি পাবে, উড়বে সে আকাশে
সদ্য ফোটা বাচ্চারা চেয়ে থাকে মায়ের পানে,
বন্দী মা ব্যাকুল হয়ে চলে যেতে চাই খাঁচার বাধন ছিড়ে,
তবুও সে কখনো ফিরে যেতে পারে না,
ফেলে আসা তার বাচ্চাদের সেই ছোট্ট নীড়ে..