থানচি প্রতিনিধি: বান্দরবানের থানচিতে নৌকা ডুবে দুই স্কুল শিক্ষার্থী নিখোঁজের সর্বশেষ ১৫দিন পর আরো এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যার আগে সদর ইউনিয়নের পদ্মঝিড়ি মুখ সংলগ্ন সাঙ্গু নদীতে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফুলবাণী ত্রিপুরা (০৯) তিন্দু ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড হরিশচন্দ্র পাড়ার নিলাপ্রু ত্রিপুরার মেয়ে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যার আগে সদর ইউনিয়নের পদ্মমুখ এলাকায় চিংড়ি ঝিড়ি সংলগ্ন সাঙ্গু নদীতে একটি অজ্ঞাত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানচি থানা পুলিশকে খবর দিলে তারা ঘটনা স্থলে এসে মরদেহটি উদ্ধার করে।
উল্লেখ্য, পহেলা জুলাই সকাল সাড়ে ৯টায় তিন্দু ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড হরিশ চন্দ্র পাড়া থেকে নৌকা যোগে স্কুলে যাওয়ার পথে পদ্মমুখ এলাকার চিংড়ি ঝিরিতে নৌকা ডুবে দুই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী শান্তি রানি ত্রিপুরা (১০) ও ফুলবানী ত্রিপুরা (৯)নিখোঁজ হন। এদের মধ্যে ৭ দিন পর শান্তি রানি ত্রিপুরা’র মরদেহ উদ্ধার হয়। অপরজন ফুলবানী ত্রিপুরার মরদেহ ১৬ জুলাই মঙ্গলবার ১৫ দিন পর উদ্ধার হয়।
থানচি থানা, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসিম উদ্দিন বলেন, চিংড়ি ঝিরিতে এক অজ্ঞাত শিশুর মরদেহ দেখতে পায় স্থানীয়রা এই খবর শোনার পর আমার একটি টিম ঘটনা স্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে,পড়ে নিখোঁজ শিক্ষার্থীর পরিবার কে খবর দিলে তারা এসে মরদেহটি চিহ্নিত করেন,এবং আইনিপ্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।