নিজস্ব প্রতিবেদক: বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের গনেশ পাড়া থেকে সদ্য খোলা ইকোভেলী রিসোর্ট -রেস্টুরেন্টের মালিক মংটিং মারমা (৩৮) নামে এক যুবক কে অপহরণ করার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (১৬জুলাই) রাত সাড়ে ৭টার সময় সুয়ালক ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড গনেশ পাড়া এঘটনা ঘটে।
অপহৃত মংটিং মারমা সুয়ালক মৌজার হেডম্যান মংথোয়াই চিং চৌধুরীর ছেলে।
সুয়ালক ইউনিয়নের চেয়ারম্যান উক্যনু মারমা জানান তার ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড গণেশ পাড়ায় অপহৃত মংটিং মারমা নিজস্ব জায়গায় ইকো ভ্যালী রিসোর্ট নামে ব্যাবসায়িক উদ্দেশ্যে একটি রেস্টুরেন্টে তৈরী করেছেন।আজ (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৭টার সময় ৪জন শসস্ত্র সন্ত্রাসী সেখানে হানা দিয়ে তাকে গণেশ পাড়ার পশ্চিম পাহাড়ের দিকে অস্ত্রের মূখে অপহরণ করে নিয়ে যায় বলে জানান তিনি ।
অপহৃত মংটিং মারমা”র বাবা সুয়ালক মৌজার হেডম্যান মংথোয়াই চিং চৌধুরী জানান ইকোভেলীর রিসোর্ট এর কর্মচারীরা সন্ধ্যা সাড়ে ৭টায় জানিয়েছে রিসোর্ট থেকে ১শগজ দুরে থেকে সন্ত্রাসীরা তার ছেলেকে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়েগেছে। তার ছেলের ব্যবহৃত মুঠোফোন টিও বন্ধ পাওয়া যাচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য থানায় যাচ্ছেন বলে জানান তিনি।
বান্দরবান অতিরিক্ত পুলিশ সুপার (অর্থওপ্রশাসন) হোসাইন মোঃ রায়হান কাজেমীর কাছে এব্যাপারে জানতে চাইলে তিনি জানান তিনিও শুনেছেন সুয়ালক থেকে একজনকে অপহরণ করা হয়েছে। কিন্তু কেউ এখনো থানায় অভিযোগ করেননি। তারপরও পুলিশ এব্যাপারে খোঁজখবর নিচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।