কবি কামাল পারভেজ তাঁর দীর্ঘদিনের লেখালেখির নির্যাশ দু’টি কাব্যগ্রন্থ “হায়রে বাংলাদেশ” ও “স্বাধীনতার খোঁজে” পড়তে পড়তে আমার অবলোকন করতে পারছি, জীবন ঘনিষ্ঠ ঘটনাবলি, সামাজিক বৈষম্য, দেশের প্রতি দায়বদ্ধতা, ভালোবাসার প্রতি একনিষ্ঠতাকে তুলে এনেছে কবি।এখানেই কবির স্বার্থকতা।অমর একুশে বইমেলা– ২০২১ উপলক্ষে দাঁড়িকমা প্রকাশনা থেকে প্রকাশিত গ্রন্থ দু’টির বহুল প্রচার আশা প্রকাশ করেন বক্তরা। জাতীয় কবিতা মঞ্চ চট্টগ্রাম বিভাগ আয়োজনে দু’টি বইয়ের মোড়ক উন্মোচন করে কবি’র লেখা কবিতা আবৃতি করে সাহিত্য আড্ডাটি প্রানবন্তর করে তুলে।চট্টগ্রাম চেড়াগী পাহাড় আমাদের নতুন সময় চট্টগ্রাম ব্যুরো অফিসে গ্রন্থ দু’টির প্রকাশনা অনুষ্ঠিত হয়।
জাতীয় কবিতা মঞ্চ’র চট্টগ্রাম বিভাগের সভাপতি লেখক কবি সাহাব উদ্দীন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় কবিতা মঞ্চ কেন্দ্রীয় সভাপতি গবেষক কবি মাহমুদুল হাসান নিজামী বিশেষ অতিথি অধ্যাপক কবি শিব প্রসাদ,নাট্যজন সাংবাদিক সজল চৌধুরী, ব্যবসায়ী মহিউদ্দিন স্বপন, ঠিকাদার ও ব্যবসায়ী আহসান কবির নোমান।সাংবাদিক মুজিব উল্লাহ তুষার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নিউজ একাত্তর.কম সম্পাদক আর ইসলাম রবি, দৈনিক সকালের সময় পত্রিকার ব্যুরো প্রধান এস এম পিন্টু, দৈনিক লাখোকন্ঠ পত্রিকার সিটি এডিটর সাইদুল ইসলাম মাসুম, সাংবাদিক মাজহারুল ইসলাম, কবি সাজিব চৌধুরী, লেখক নাছিরুল আলম গনি,কবি কুতুবউদ্দিন বখতেয়ার,কবি ও আবৃতিকার সোমা মুৎসুদ্দি,শেখ আলাউদ্দিন, আয়াজ আহমেদ সানি, শারমিন শান্তা, আশুতোষ চাকমা,দেলোয়ার হোসেন প্রমুখ।