Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

বান্দরবান জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বেনজীরের আহমদের সম্পত্তি

আরাফাত খাঁন
আপডেট : July 4, 2024
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: বান্দরবানের সুয়ালক ইউনিয়নের মাঝেরপাড়া এলাকায় পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের প্রায় ৩৫ কোটি টাকার বাগানবাড়ি, গরু ও মৎস্য খামার তত্ত্বাবধানে নিয়েছে বান্দরবান জেলা প্রশাসন । বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিনের নেতৃত্বে প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের নিয়ে একটি টিম সাবেক আইজিপির খামার বাড়িতে পৌছান।

সেখানে গিয়ে সম্পত্তি তত্ত্বাবধানে নেয়ার পর সেখানে রিসিভার তফশীলভুক্ত সম্পত্তি লিখা সাইনবোর্ড টাঙ্গিয়ে দিয়ে আসেন এবং বাগানবাড়িতেও তালা লাগিয়ে দেন।

এ বিষয়ে জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন বলেন, আদালতের নির্দেশনার পর বেনজীর আহমেদের সম্পত্তিগুলো তত্ত্বাবধানে নেয়া হয়েছে। এবং এসব সম্পত্তি থেকে যা আয় হবে তা সরকারের কোষাগারে জমা হবে।এ সকল সম্পদের দেখভাল রিসিভার কমিটি করে দেয়া হয়েছে এই কমিটি আদালতের নির্দেশনা অনুযায়ী দুই মাস পর পর দুদকের মাধ্যমে আদালতে প্রতিবেদন প্রদান করবে।

প্রসঙ্গত , সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা সাবেক আইজিপি বেনজীর আহমেদের সম্পত্তি দুর্নীতি দমন কমিশন দুদক খুঁজে বের করার পর বান্দরবানে ও বিশাল সম্পত্তির খোঁজ মেলে।

বান্দরবানের সুয়ালকে ৫০ এক ও লামায় প্রায় ১০০ একর সম্পত্তির রয়েছে বলে স্থানীয়সূত্রে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে খবর প্রকাশিত হওয়ার পর দুর্নীতি দমন কমিশন সুয়ালকের ২৫ একর সম্পত্তির নথি খুঁজে পায় যার প্রেক্ষিতে আজ এ সকল সম্পত্তি আয়ত্বে নেয় বান্দরবান জেলা প্রশাসন।